রংপুর শহরের নিসবেতগঞ্জ রোডে প্রয়াস সেনা বিনোদন পার্ক অবস্থিত। এই বিনোদন পার্কটি বাংলাদেশ সেনাবাহিনী প্রায় ১১০০ একর জায়গা নিয়ে ঘাঘট নদীর দুই পাড়ে গড়ে তোলে । ২০১৩ সালে পার্ক টিকে নির্মাণ করা হয়। পার্কের এই নদীটি পারাপারের জন্য রয়েছে নৌকার ব্যবস্থা। পুরো বিনোদন কেন্দ্রটিকে নিরাপদ ও নির্ঝঞ্ঝাট করেছে সেনা চৌকি। অনেক সাজানো গোছানো এই পার্কটির উপার্জনের প্রায় ৭৫ শতাংশ চলে যায় প্রতিবন্ধীদের কল্যাণে। এ পার্কে রয়েছে মুখোমুখি বসবার জন্য ব্যবস্থা সেজন্য বিভিন্ন কাপলদের উপস্থিতি এখানে বেশি। নদীর পাড়ে আনন্দ উপভোগের জন্য এক নিদর্শন স্থাপনা হচ্ছে এই পার্কটি। আপনারা চাইলে এখানে পরিবার – পরিবর্গ নিয়ে ঘুরে আসতে পারেন।
প্রয়াস সেনা বিনোদন পার্কে যা যা আছে
প্রয়াস সেনা বিনোদন পার্কের মূল সড়কটির দুই পাশের লোহার গ্রিল দিয়ে সাজানো, লোহার গ্রিলের উপরে বিভিন্ন লতাপাতা বেয়ে উঠে গড়ে উঠেছে এক বাগান বিলাস। এই পার্কের রাস্তার সঙ্গে লাগিয়ে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন বিভিন্ন টং দোকান। সড়কের বিভিন্ন জায়গায় বসার জন্য বসানো হয়েছে বেঞ্চ। এই পার্কের সড়কের ২ পাশে শিশুদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে দোলনা সহ বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম। পার্কটির নদীর কিনারায় সাজিয়ে রাখা হয়েছে রেপ্লিকা হিসেবে বিভিন্ন এলাকার প্রচলিত বিভিন্ন ধরনের নৌকা। এই সব কিছু মিলিয়ে এই ঘাঘট নদী সেজেছে অপরূপ এক সাজে।
প্রয়াস সেনা বিনোদন পার্কটির প্রায় মাঝখানের রয়েছে সুন্দর মনোরম পরিবেশে ঘেরা আকর্ষণীয় একটি ছোট্ট দ্বীপ। নৌকা দিয়ে যেতে হয় সেই ছোট্ট দ্বীপ টিতে। দ্বীপটির নাম ছেড়া দ্বীপ। নৌকা ভ্রমণের জন্য এই পার্কের মধ্যে একটি অন্যতম জায়গা হল ছেড়া দ্বীপ। এখানে নৌকা ভ্রমণে এক অন্যরকম আনন্দ উপভোগ করা যায়।
ছেড়া দ্বীপটিতে রয়েছে প্রায় দেড়শ রকমের বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ। উল্লেখ্যযোগ্য কিছু গাছের নাম যেমন – সবেদা, সোনালু, মিশরী ডুমুর, পলাশ, চেরি ফুল সাদা , বোতল ব্রাশ মালটা, পানিয়াল ইত্যাদি। পার্ক টিকে সুন্দর করার জন্য অনেক ধরনের গাছ কাটা হলেও বিশাল এলাকা জুড়ে বিভিন্ন ধরনের ঔষধি, বনজ ও ফলজ বৃক্ষ লাগানো হয়েছে। পার্কের মধ্যে বিভিন্ন বৃক্ষে ভরা এক প্রাকৃতিক মনোরম পরিবেশ গড়ে উঠেছে। যা পর্যটকদের মন ছুঁয়ে যায়।
এই পার্কে শিশুদের বিনোদনের জন্য রয়েছে বেশ কিছু রাইড। রাইড গুলোর জন্য রয়েছে নির্দিষ্ট টিকিট কাউন্টার যেখান থেকে টিকিট কেটে রাইড গুলোতে উঠা যাবে। সেখানে শিশুদের ইচ্ছেমতো নিজেরা যত খুশি তত খেলাধুলা করতে পারে। পরিবারের সদস্যরা শিশুদের বিনোদনের জন্য অবসর সময় এই পার্কে নিয়ে আসেন।
এ পার্কে পর্যটকদের জন্য রয়েছে পিকনিক স্পট। প্রয়াস সেনা বিনোদন পার্ক ও পিকনিক স্পট গড়ে উঠেছে ঘাগট নদীর দুই পাশের দুই পার ও আশে পাশের এলাকাকে কেন্দ্র করে। নদীর অন্য পাড়ে রয়েছে তিনটি পিকনিক স্পট – এগুলোর নাম হলো তিস্তা, যমুনা ও করতোয়া। এই পিকনিক স্পট গুলোতে ২০০ থেকে ২৫০ জন পর্যটক একই সাথে অনায়াসে আনন্দ উপভোগ করতে পারবে।
প্রয়াস সেনা পার্ক এর মতো এত চমৎকার স্পট এর আগে অন্য কোথাও দেখা হয়নি। অনেক সুন্দর জায়গা, প্রাকৃতিক পরিবেশ ও নদীর পাড় সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। শহরের ব্যস্ত সময়ের মাঝে একটু সময় বের করে পরিবারের সদস্যদের নিয়ে প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে চাইলে এই পার্কে আসতে পারবেন। এই পার্কে পর্যটকরা গেলে তাদের মন প্রশান্তিতে ভরে ওঠে।
কিভাবে যাবেন
ঢাকা থেকে বাসে করে রংপুর
রাজধানী ঢাকার মোহাম্মদপুর, কল্যানপুর, গাবতলী ও মহাখালী থেকে ঢাকা থেকে রংপুরগামী বাস এই রোডে চলাচল করে। বিভিন্ন এসি ও নন এসি বাস চলাচল করে। মান ভেদে বাসের ভাড়া ৭০০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। প্রয়াস সেনা বিনোদন পার্ক যাওয়ার জন্য রংপুর যেতে বাসের জন্য প্রয়োজনে যোগাযোগের জন্য নিম্নে নাম্বার দেয়া হলো –
- আল হামরা ট্রাভেলস : 0172 -1802- 031, 8802- 9005- 612।
- গ্রীন লাইন পরিবহন : 0173 -0060- 006, 8802- 9112-287, 8802 -9133- 145।
- কুড়িগ্রাম পরিবহন : 0192 -3369- 437, 0191 -4856- 827।
- মিম পরিবহন : 0173 -4422- 971, 0191 -1013- 694।
- এস আর ট্রাভেলস : কল্যাণপুর- 8802 -9033- 793, 0171 -1394- 801, মহাখালী – 0155 -2315- 831, গাবতলী – 8802 -9031- 226, উত্তরা – 0171 -1394- 804।
ঢাকা থেকে ট্রেনে করে রংপুর
ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে রংপুর এক্সপ্রেস ট্রেন সোমবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যায় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন বুধবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন, রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যায়। এক্ষেত্রে জন প্রতি ট্রেনের টিকিটের ভাড়া শোভন চেয়ার ৪৭০-৫০৫ টাকা, এসি সিট ভাড়া ১১৬২ টাকা, স্নিগ্ধা টিকেট ভাড়া ৯০৩ থেকে ৯৬৬ টাকা ও এসি কেবিন ভাড়া ১৬৭২ টাকা।
ট্রেনের সময়সূচী দেখুন: আজকের ট্রেনের সময়সূচী
প্রয়াস সেনা বিনোদন পার্ক রংপুর শহরের নিসবেতগঞ্জ রোডে অবস্থিত। শহরতলী এ বিনোদন পার্কটিতে মেডিকেলের মোড় থেকে রিকশায় করে যেতে ভাড়া ৫০ টাকা লাগে। অথবা ওইখানে লাইনের সিএনজি বা অটোতে করে যেতে ভাড়া পড়বে ১০ টাকা। বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে নিজস্ব পরিবহনের মাধ্যমে প্রয়াস সেনা বিনোদনের পার্কে আসতে পারবেন।
আরও পড়ুন: রমনা পার্ক – ঢাকা
কোথায় থাকবেন
রাত্রি যাপনের জন্য রংপুরের বিভিন্ন মানের বিভিন্ন আবাসিক হোটেল রয়েছে। হোটেল গুলোতে এসি ও নন এসি রুম রয়েছে। বিভিন্ন সময়ে হোটেল রুমের ভাড়া উঠানামা করে। মান ভেদে রুমের ভাড়া ৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। হোটেল বুক করার জন্য প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন নিম্নোক্ত নাম্বার গুলোতে-
- হোটেল কাশপিয়া : 01977- 227742, 0152- 61111।
- হোটেল গোল্ডেন টাওয়ার : 0521- 65920।
- হোটেল পর্যটন মোটেল : 0521 – 62111।
- হোটেল নর্থ ভিউ : 0521 – 55405, 0521 – 55406।
- দি পার্ক হোটেল : 0521 – 65920।
- হোটেল তিলোত্তমা : 0171-8938- 424, 0521 -63482।
কোথায় খাবেন
প্রয়াস সেনা বিনোদন পার্ক গেলে বিভাগীয় শহর রংপুরে খাবারের জন্য বিভিন্ন মানের হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। আপনি চাইলে আপনার খাওয়া-দাওয়া হোটেল বা রেস্টুরেন্ট থেকে সেরে নিতে পারেন। অথবা আপনি যে হোটেলে উঠবেন সেখানেও খাবারের ব্যবস্থা থাকে চাইলে সেখান থেকেও খেতে পারবেন। আর রংপুরে গেলে অবশ্যই রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম খেয়ে দেখবেন।
শেষকথা
বাংলাদেশের অন্যতম সেরা এবং বড় একটি বিনোদন পার্ক হলো প্রয়াস সেনা পার্ক। পরিবার-পরিজন, শিশু সন্তান, ব্যক্তিগতভাবে, বন্ধুবান্ধব নিয়ে, কাপলদের জন্য এবং বড় পরিসরে পিকনিকের জন্যও উপযুক্ত এই বিশাল পার্কটি। উপরন্ত বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হওয়ায় ভাবতে হয় না নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। তাই রংপুর জেলার হলে কিংবা বাংলাদেশের যেকোনো স্থানের বাসিন্দা হলেও আনন্দ উপভোগ করতে ঘুরে আসতে পারেন এই পার্কটিতে।
প্রয়াস সেনা বিনোদন পার্ক সম্পর্কিত সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নোত্তর (FAQ’s)
প্রয়াস সেনা পার্ক কোথায় অবস্থিত?
প্রয়াস সেনা পার্ক বাংলাদেশের রংপুর শহরের নিসবেতগঞ্জ রোডে অবস্থিত অন্যতম সেরা একটি বিনোদনের পার্ক।
প্রয়াস সেনা পার্ক কতটুকু জায়গা নিয়ে তৈরি?
এই বিনোদন পার্কটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তিক প্রায় ১১০০ একর জায়গা নিয়ে ঘাঘট নদীর দুই পাড়ে গড়ে তোলা হয়েছে ।