আমানিপুর পার্ক একটি ভিন্ন ধর্মী পার্ক

 

আমানিপুর পার্ক (Amanipur Park) একটি ভিন্ন ও ব্যতিক্রমধর্মী পার্ক। কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর এলাকায় ঘড়ে তুলা হয়েছে পারিবারিক বিনােদন কেন্দ্র মনোরম প্রাকৃতিক পরিবেশে আমানিপুর পার্ক। শিশুদের পার্কে অথবা কোন বিনোদন স্থানে নিয়ে যেথে মন চাচ্ছে তাহলে আপনি পার্কটি বেচে নিতে পারেন। সেখানে বড় থেকে ছোট সব বয়সের মানুষের জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থা। বিকেলবেলা পরিবার পরিজন নিয়ে একটু অবসর সময় কাঠাতে পার্কটির জুড়ি নেই।

২০২১ সালের ১লা জানুয়ারি পার্কটি তার যাত্রা শুরু করে। বিচারপতি সৈয়দ মিসবাহ উদ্দিন হোসেন নির্বাচন কমিশনার ছিলেন, তার সন্তান সৈয়দ গিয়াস উদ্দিন হোসেন পার্কের উদ্যোক্তা। তিনি তাঁর পিতার নামে একটি ট্রাস্টও করেছেন। সেই ট্রাস্টের একটি উদ্যোগ হচ্ছে এই আমানীপুর পার্ক। সৈয়দ গিয়াস উদ্দিন হোসেন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি অবসরে যাওয়ার পর কুলাউড়ায় মানুষের জন্য বিনোদনের এই ব্যবস্থা করেছেন।

যোগাযোগ 
মোবাইল নং +৮৮০১৮৮৬২২১৭৭৮
ওয়েবসাইট: https://amanipurpark.com/

আমানিপুর পার্কে কি কি দেখতে পাবেন

<yoastmark class=

আমানিপুর পার্কে সব বয়সের মানুষের বিনোদনের চমৎকার একটি স্থান। পাশাপাশি শিশুদের জন্য বিভিন্ন রাইড উপভোগের ব্যবস্থা রয়েছে । মিনি ট্রেন, নাগরদোলা, নৌকা রাইড, মিনি গাড়ি রাইড, মিউজিয়াম, সুইমিং পুল  এবং একান্ত সময় কাটানোর জন্য চমৎকার কিছু আয়োজন। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রকার ফুলের বাগান, বসে গল্প করার জন্য রয়েছে নানা রঙের নানান ডিজাইনের চেয়ার, রয়েছে মন জুড়ানো আঁকা বাঁকা রাস্তা। পার্কে জন্মদিন, পার্টি ও পিকনিক, শিক্ষা সফর সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করার সুযোগ রয়েছে।

প্রবেশ টিকিট ও রাইড খরচ

পার্কে প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি ৫০ (পঞ্চাশ) টাকা।

মিউজিয়াম: পার্কের ভিতর একটি যাদুঘরে আছে যেখানে আপনি বিভিন্ন প্রকার প্রাচীন আসবাবপত্র, প্রাণী জগৎ, জড় পদার্থ দেখতে পাবেন।

জাতীয় সংসদের স্মৃতি: বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের আদলে তৈরি করা হয়েছে একটি ছোট্ট ভবন। পার্কে আগত দর্শনার্থীরা উপভোগ করেন এই ভবনটি।

ঝর্না: কৃত্রিমভাবে একটি ঝর্না তৈরি করা হয়েছে, ঝর্না পার্কের সুন্দরতাকে আরোও বাড়িয়ে দিয়েছে, দর্শনার্থীরা ঝর্নাটি বেশ উপভোগ করেন।

ট্রেন রাইড: পার্কের বিতর একটি মিনি রেলওয়ে স্থাপন করা হয়েছে এবং একটি মিনি ট্রেনও আছে যাতে করে ১৫ থেকে ২০ জন মানুষ একসাথে ট্রেন রাইড করতে পারেন। ট্রেন রাইড করতে হলে প্রথমে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি টিকেটের মূল্য ২০ টাকা।

নৌকা রাইড: পার্কের বিতরের পুকুরে নৌকা রাইডের ব্যবস্থা করা হয়েছে। সেখানে ২টি নৌকা আছে প্রতিটি নৌকাতে একসাথে ৩ থেকে ৪ জন রাইড করতে পারেন। নৌকা রাইড করতে হলে প্রথমে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি টিকেটের মূল্য ২০ টাকা।

গাড়ী রাইড: পার্কে আগত দর্শনাথীদের রাইড করার জন্য ২টি গাড়ি রয়েছে, আপনি চাইলে গাড়ীর ড্রাইভিং করতে পারেন এজন্য আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি টিকেটের মূল্য ৩০ টাকা।

খাবার হোটেল: পার্ক কর্তৃপক্ষ পার্কে আগত দর্শনার্থীদের কথা মাথায় রেখে একটি খাবার হোটেলের ব্যবস্থা গ্রহন করেছে। যেখানে আপনি বিভিন্ন প্রকার খাবার পাবেন, সুলভমূল্যে ফাস্টফুড এর পাশাপাশি বিরিয়ানী, চা-কপিও পাওয়া যায়।

শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের রাইড রয়েছে পার্ক কর্তৃপক্ষ শিশুদের রাইডগুলোকে ফ্রি করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আপনাকে কোন টিকিট সংগ্রহ করতে হবে না।

<yoastmark class=

কিভাবে যাবেন আমানীপুর পার্কে

বাংলাদেশের যেকোন স্থান হতে ট্রেন, বাস, কিংবা মাইক্রোবাসে মৌলভীবাজার জেলার কুলাউড়ায় এসে কুলাউড়া থেকে সি.এন. জি, কিংবা বাসে করে রবিরবাজার অথবা টিলাগাঁও বাজার পৌছে সেখান থেকে অটো কিংবা সিএনজিতে পার্কে আসা যায়। কুলাউড়া থেকে পার্কের দূরত্ব ১৫ কি.মি হবে এবং পার্ক পর্যন্ত আসতে জনপ্রতি গাড়ীভাড়া ৫০ টাকার মতো লাগবে।

ট্রেনের সময়সূচী দেখুন: আজকের ট্রেনের সময়সূচী

আমানিপুর পার্ক এ গেলে কোথায় খাবেন

কুলাউড়া শহরে ভালো মানের খাবার হোটেল রয়েছে, তার মধ্যে অন্যতম ইস্টান রেস্টুরেন্ট, ছামী ইয়ামি রেস্টুরেন্ট, পাকশী রেস্টুরেন্ট,  ফুড ল্যাব এবং বরিববাজারে রয়েছে ফুড কেয়ার রেস্টুরেন্ট ও ছোট ছোট হোটেল। যেখানে আপনি সূলভ মূল্যে ভালো খাবার খেতে পারবেন।

কুলাউড়া উপজেলার অন্যান্য আকর্ষনীয় স্থান

মানুষের চিত্ত বিনোদনের জন্য পৃথিমপাশা নবাব বাড়ী রুকনটিলা ইকোপার্ক, দোলনচাঁপা ইকোপার্ক, মুরইছড়া ইকোপার্ক, চা বাগান, পালেরমোড়া, কুলাউড়া জং রেলওয়ে স্টেশন সহ নানা স্থাপনা রয়েছে। তবে পর্যটকদের প্রকৃতির অপরূপ সৌন্দর্য প্রধান আকর্ষণ হয়ে থাকে। আর কুলাউড়া উপজেলায় রয়েছে প্রকৃতির নানা মেলা- হাকালুকি হাওর চারপাশে হাওরের অথই জলরাশি, জলের ওপর ছলাৎ ছলাৎ ঢেউ যা পর্যটকদের প্রধান আকর্ষণ, কালো পাহাড়সহ পুরো উপজেলা জুড়ে রয়েছে সৌন্দর্য্যরে নিখুঁত আধিপত্য। এরকম প্রকৃতিসৃষ্ট নয়নাভিরাম দৃশ্যের সব রকম উপমা আছে কুলাউড়ায়। তাই পর্যটকদের নতুন এবং প্রথম আকর্ষণ কুলাউড়া।

পরামর্শ  

হলিডে, শীত বা গ্রীষ্ম কালীন ছুটি, ঈদের ছুটিতে আপনি পার্কটি ভ্রমন তালিকায় রাখতে পারেন।

মনে রাখা প্রয়োজন

  • পার্কে ময়লা আর্বজনা ফেলবেন না।
  • বিভিন্ন ধরনের রাইডের সময় শিশুদের সাবধানে রাখবেন।
  • সবসময় শিশুদের পাশে থাকুন।
  • কর্তৃপক্ষের নিয়ম -কানুন মেনে চলুন।
  • আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সাবধানে রাখুন।

পরিবার-পরিজন নিয়ে ঘুরতে চাইলে এই আমানিপুর পার্ক হতে পারে ভ্রমণের উপযোগী একটি দর্শনীয় স্থান। তাছাড়া শিশুদের বিনোদন ও আনন্দের জন্য আমানীপুর পার্ক (Amanipur Park) অনেক ভূমিকা রাখবে বলে মনে করছি।