বাংলাদেশের মানচিত্র ও ম্যাপ (Bangladesh map) সম্পর্কিত আর্টিকেলে আপনাকে স্বাগতম। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ মানচিত্র ও ম্যাপ এর ছবি ও বিস্তারিত তথ্য জানুন এই পোস্টে।
মানচিত্র সম্পর্কে জানতে ও মানচিত্রের ছবি ডাউনলোড করতে চায় অনেকেই। বিভাগ, জেলা, উপজেলা, প্রশাসনিক এলাকা, রাজনৈতিক এলাকা, বাংলাদেশের নদী ও রোড ম্যাপ এর মানচিত্রের ছবি, PDF ও HD ছবি ডাউনলোড করতে পারবেন এই পোস্ট থেকে। নিচে বাংলাদেশ মানচিত্র ও ম্যাপ তুলে ধরা হলো-
মানচিত্র বা ম্যাপ কি
নির্দিষ্ট মান/স্কেলে অঙ্কিত চিত্রকে মানচিত্র বলে। একটি দেশের সার্ভে বিভাগ কর্তৃক দেশের সীমানা ও অভ্যন্তরীণ এলাকাসমূহের ভূমির উল্লেখ করে মানচিত্র প্রণয়ন করা হয়।
দেশের বিভিন্ন স্থানের উল্লেখযোগ্য প্রাকৃতিক ও কৃত্রিম বস্তু সমূহকে নির্দিষ্ট সাংকেতিক চিহ্নের মাধ্যমে ক্ষুদ্রাকার মাপে কাল্পনিক চিত্র অঙ্কন করা হয়।
বাংলাদেশের মানচিত্র
বাংলাদেশের মানচিত্র ও ম্যাপ এদেশের সার্বভৌমত্বের সাংকেতিক প্রতিচ্ছবি। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি। তেমনি দেশের সার্বভৌমত্বের মানচিত্রে নিপুন সৌন্দর্য প্রকাশ পায়।
১৯৭১ সালের ২ মার্চ প্রথম বাংলাদেশ মানচিত্রসহ পতাকা উত্তোলন হয়। তবে এর গঠন প্রকাশ পেয়েছে অনেক পূর্বেই। ১৭৬৭ সালের ১লা জানুয়ারি, ‘বেঙ্গল সার্ভে’ নামে এক প্রতিষ্ঠানের হয়ে সর্বপ্রথম ভারতবর্ষের মানচিত্র অঙ্কন করেন জেমস রেনেল। ১৯৪৭ সালে ভারতবর্ষে দেশ বিভাজনের পর সেই মানচিত্রের রূপরেখা পাল্টায়। সর্বশেষ ১৯৭১ সালে স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বের মানচিত্র আত্মপ্রকাশ করে।
বাংলাদেশের মানচিত্রের রূপকার জেমস রেনেল। তিনি একজন ব্রিটিশ ভূবিদ, ঐতিহাসিক, ভূগোলবিদ, নৌ-প্রকৌশলী এবং মহাসমুদ্রবিদ্যার জনক ছিলেন। ১৭৭৯ সালে তার প্রকাশিত একটি উল্লেখযোগ্য লেখা ছিল Bengal Atlas বা বঙ্গদেশের মানচিত্র। বর্তমান বাংলাদেশ মানচিত্র ও ম্যাপের ছবি নিচে দেওয়া হলো:
বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র
দেশের প্রশাসনিক মানচিত্র বলতে দেশের বিভাগ, জেলা ও উপজেলা সমূহের মানচিত্রকে বুঝায়। নিচে সকল জেলার নামসহ বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র ছবি তুলে ধরা হলো:
বাংলাদেশের নতুন মানচিত্র ২০২৩। বাংলাদেশের বর্তমান মানচিত্র
২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের মানচিত্র ও ম্যাপে তেমন পরিবর্তন হয়নি। তবে স্বাধীনতার পর থেকে দেশের জেলা উপজেলা বৃদ্ধি পেয়েছে। তাই ২০২৩ সালে বর্তমান বাংলাদেশের নতুন মানচিত্রের ছবি নিচে দেওয়া হলো:
বাংলাদেশের মানচিত্র জেলা। জেলা অনুযায়ী সমগ্র বাংলাদেশ মানচিত্র
বর্তমান বাংলাদেশে ৬৪ টি জেলা রয়েছে। তবে ১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশ প্রতিষ্ঠাকালে জেলার সংখ্যা ছিল মাত্র ১৯ টি। সর্বপ্রথম ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশের) জেলা ছিল ১৭ টি। তাই মানচিত্রের নানারকম পরিবর্তন হয়েছে।
বাংলাদেশের ৬৪ জেলার নামসহ মানচিত্রের বিভিন্ন সময় প্রয়োজন হয়। জেলার নামসহ বাংলাদেশের মানচিত্র ও ম্যাপ মানচিত্র নিচে দেওয়া হলো:
বাংলাদেশের ৬৪ জেলার মানচিত্র
বর্তমানে বাংলাদেশের ৬৪টি জেলা রয়েছে। সমগ্র দেশের মানচিত্রের পাশাপাশি এসকল জেলার আলাদা আলাদা মানচিত্র প্রণিত আছে। প্রতিটি জেলার গঠন, আকৃতি ও উপজেলা ভিত্তিক সীমানা নিয়ে জেলার মানচিত্র অঙ্কিত। নিচে বাংলাদেশের ৬৪ জেলার মানচিত্র তুলে ধরা হলো:
বাংলাদেশের মানচিত্র বিভাগ
বর্তমানে বাংলাদেশে ৮ টি বিভাগ রয়েছে। বিভাগীয় মানচিত্রের গঠন ও অবস্থান জানার নানা প্রয়োজনীয়তা আছে। তাই বাংলাদেশের বিভাগ ভিত্তিক মানচিত্রের ছবি নিচে দেওয়া হলো:
ঢাকা বিভাগের মানচিত্র
রাজধানীর মানচিত্রের ছবি নিচে দেওয়া হলো:
চট্টগ্রাম বিভাগের মানচিত্র
চট্টগ্রাম বিভাগের মানচিত্রের ছবি নিচে দেওয়া হলো:
রাজশাহী বিভাগের মানচিত্র
রাজশাহী বিভাগের মানচিত্রের ছবি নিচে দেওয়া হলো:
বাংলাদেশের মানচিত্র নদী
বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এদেশের প্রায় সকল অঞ্চলেই প্রবাহমান নদ-নদীর দেখা পাওয়া যায়। শাখা প্রশাখা সহ বর্তমানে বাংলাদেশের নদনদীর সংখ্যা প্রায় ৭০০ টি। যদিও দেশের মোট নদীর সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে।
২০১৩ সালের পানি উন্নয়ন বোর্ড এর গবেষণামতে বাংলাদেশের নদ-নদীর সংখ্যা ছিল ৩১০ টি। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের গবেষণা অনুযায়ী নদীর সংখ্যা ৪০৫ টি। তবে নদ-নদীগুলোর উপনদী ও শাখানদী রয়েছে। তাই বলা যায়, প্রায় ৭০০ টি নদীর দেশ বাংলাদেশ।
বাংলাদেশের মানচিত্র ও ম্যাপ এর বড় একটি অংশ জুড়ে আছে দেশের নদী সমগ্র। উপনদী ও শাখা-নদী সহ বাংলাদেশের নদীর মোট দৈর্ঘ্য বর্তমানে প্রায় ২২,১৫৫ কিলোমিটার। তাই দেশের নদী সমূহের প্রবাহ পথ ও অবস্থান সম্পর্কে দেশের মানচিত্র উপস্থাপিত আছে।
বাংলাদেশ মানচিত্র নদী বা বাংলাদেশের নদীর মানচিত্রের ছবি নিচে তুলে ধরা হলো:-
বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র
দেশের রাজনৈতিক মানচিত্র বলতে দেশের সার্বভৌমত্বের সীমানা ও রাজনৈতিক এলাকা গুলোকে বোঝায়। বাংলাদেশের রাজনীতি জেলাভিত্তিক পরিচালিত হয়।
রাজনৈতিক সুবিধার জন্য সমগ্র বাংলাদেশকে ৮ টি বিভাগে এবং ৬৪ টি জেলায় ভাগ করা হয়েছে। সকল জেলা মিলিয়ে মোট উপজেলার সংখ্যা ৪৯৫ টি এবং ৪৫৫৪ টি ইউনিয়ন পরিষদ রয়েছে।
বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র বা ৬৪ জেলার রাজনৈতিক অঞ্চলের ম্যাপ নিচে তুলে ধরা হলো:
বাংলাদেশ ম্যাপ রোড
সমগ্র বাংলাদেশের মানচিত্র ও ম্যাপ এ মহাসড়কের রোড ম্যাপ প্রকাশিত আছে। দেশের বিভাগ, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম, সড়ক/ পাড়া/ মহল্লার আলাদা আলাদা রোড ম্যাপ রয়েছে।
বাংলাদেশের ম্যাপ রোড দেখার জন্য Google এর এই লিংকে ভিজিট করুন- বাংলাদেশে রোড ম্যাপ । তারপর নিজের কাঙ্খিত এলাকার নাম লিখে ম্যাপ দেখতে পাবেন। সমগ্র বাংলাদেশের মহাসড়কের রোড ম্যাপ সহ মানচিত্র নিচে দেওয়া হলো:
বাংলাদেশ ম্যাপ লোকেশন
বর্তমানে বাংলাদেশের কোন স্থানে অবস্থান করছি, তা জানতে ম্যাপ লোকেশন চেক করা হয়। আপনার লোকেশন চেক করার জন্য গুগল ম্যাপ ব্যবহার করতে পারেন।
Google Maps – এর মাধ্যমে বর্তমানে আপনি কোন স্থানে আছেন তার লোকেশন জানতে পারবেন। পাশাপাশি কাঙ্খিত স্থানের দূরত্ব, রোড ম্যাপ ইত্যাদি বিষয়ও জানতে পারবেন।
Bangladesh Map PDF
বাংলাদেশের ম্যাপ দেখতে ডাউনলোড করে সংরক্ষণ করতে আমরা Bangladesh Map PDF খুজে থাকি। নিচে বাংলাদেশের মানচিত্র ও ম্যাপ এর পিডিএফ কপি দেওয়া হলো। এখান থেকে ডাউনলোড করে তা সংরক্ষণ করতে পারবেন-
বাংলাদেশের মানচিত্র ডাউনলোড
বাংলাদেশ মানচিত্র ও ম্যাপ এর ছবি নানা কারণে প্রয়োজন হয়। বর্তমানে অসংখ্য মানুষ বাংলাদেশ মানচিত্র ডাউনলোড করতে অনলাইনে সার্চ করে থাকে। এই পোস্টে আপলোড করা সকল ছবি ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন। বাংলাদেশের মানচিত্র ডাউনলোড করার জন্য কিছু ছবি নিচে দেওয়া হলো:
বাংলাদেশ মানচিত্র পিডিএফ ডাউনলোড
মানচিত্রের ছবির পিডিএফ ফাইল ডাউনলোড করতে চায় অনেকেই। পিডিএফ ছবি অনেকটাই স্পষ্ট থাকে। এখান থেকে মানচিত্রের pdf ফাইল ডাউনলোড করতে পারবেন। জেলা, উপজেলা, ও বিভাগসহ বাংলাদেশ মানচিত্রের ছবি নিচে দেওয়া হলো:
বাংলাদেশের মানচিত্র HD ছবি ডাউনলোড
গুগলে প্রকাশিত বাংলাদেশ মানচিত্র ছবিগুলোর বেশিরভাগই অস্পষ্ট। বিভিন্ন সভা সেমিনারে মানচিত্রের ব্যানার তৈরিতে, ফেসবুকে পোস্ট বা অন্যান্য কারণে মানচিত্রের HD ছবি প্রয়োজন হয়। নিচের ছবি থেকে বাংলাদেশের মানচিত্র ও ম্যাপ এর HD ছবি ডাউনলোড করতে পারেন:
বাংলাদেশ মানচিত্র ফটো
ডাউনলোড করার জন্য বাংলাদেশের বিভাগ, জেলা ও উপজেলার তথ্য সম্মানিত মানচিত্রের ফটো/ ছবি/ পিকচার নিচে দেওয়া হলো:
বাংলাদেশ মানচিত্র বাংলা লেখা
বাংলা ভাষায় লেখা জেলার নামসহ বাংলাদেশ মানচিত্র ও ম্যাপ আমরা খুঁজে থাকি। বাংলা ভাষায় লেখা বাংলাদেশের মানচিত্রের ছবি নিচে দেওয়া হলো:
শেষকথা
মানচিত্র আমাদের দেশের সার্বভৌমত্ব এবং ভৌগলিক ও প্রাকৃতিক সৌন্দর্যের সাংকেতিক প্রতিক। স্বাধীনতার মাধ্যমে অর্জিত বাংলাদেশের মানচিত্র আমাদের গর্ব। উপরোক্ত ছবিগুলো থেকে বাংলাদেশ মানচিত্র ও ম্যাপ এর ছবি ডাউনলোড করতে পারেন।