আসসালামু আলাইকুম। আমাদের শ্রীমঙ্গলের সেরা হোটেল ও রিসোর্ট এই গুরুত্বপূর্ণ পোস্টে আপনাকে জানাই স্বাগতম। বেশিরভাগ মানুষ ভ্রমণ করতে ভালোবাসে। ইসলামের দৃষ্টিতে ভ্রমণ করা সুন্নত। মানুষের জীবনে বেঁচে থাকার জন্য মনের আনন্দের বা সুখের দরকার হয়। আর সেই আনন্দ বা সুখ খুঁজে পাওয়া যায় ভ্রমণ করার মাধ্যমে সবচেয়ে বেশি।
ভ্রমণ করতে যে শুধু বিত্তবান হতে হয় বা বিত্তবানরাই শুধু ভ্রমণ করে এটা সঠিক নয়, ভ্রমণ করার জন্য দরকার হয় নিজের ইচ্ছাশক্তি। আর সেই শক্তিকে জাগিয়ে তোলার জন্য প্রয়োজন হয় ভ্রমণ সম্পর্কে ধারনা। আর আমরা সবসময় ভ্রমন সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে আপনাকে সহযোগীতা করছি। আমাদের আজকের আলোচনা শ্রীমঙ্গলের হোটেল ও রিসোর্ট নিয়ে।
ভ্রমণ করলে শরীর ও মন দুটোই ভালো থাকে, তাই মাঝে মধ্যে আমাদের সকলেরই ভ্রমণ করা উচিত।
কোথায় ভ্রমন করবেন:
এ এলাকায় অনেক দর্শনীয় স্থান রয়েছে, তাই সারা বছর দেশ ও বিদেশের পর্যটকের আনাগোনায় মুখরিত থাকে এলাকাটি। আপনি যদি দীর্ঘ ভ্রমনে শ্রীমঙ্গল ভ্রমন করতে আসেন, তাহলে সেখানে থাকার প্রয়োজন হবে। পর্যটকের কথা মাথায় রেখে এই শ্রীমঙ্গল শহরে গড়ে তোলা হয়েছে অনেক সুন্দর সুন্দর হোটেল ও রিসোর্ট। আমরা আজকে শ্রীমঙ্গলের সেরা হোটেল ও রিসোর্ট ও শহরের আশ-পাশের কয়েকটি হোটেল ও রিসোর্ট এবং আবাসিক হোটেল সম্পর্কে বিস্তারিত জানাব।
গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ডঅ গলফ
সিলেট বিভাগ তথা বাংলাদেশের যে কয়েকটি পাঁচ তারকা মানের রিসোর্ট আছে সেগুলোর মধ্যে গ্র্যান্ড সুলতান অন্যতম। শ্রীমঙ্গল শহরের বিলাসবহুল রিসোর্টগুলোর মধ্যে সবার উপরে তার অবস্থান। এর ভিতর রয়েছে ১৩৫ টি কক্ষ এবং প্রতিটি কক্ষে রয়েছে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। রয়েছে কৃতিম আকারে বানানো লেক, সুইমিং পুল, গেম সেন্টার, মুভি থিয়েটার ও প্লে-গ্রাউন্ড। এখানে অতিথিদের চাহিদা অনুযায়ী সব ধরনের খাবার পরিবেশন করা হয়। এ জন্য ভ্রমন পিপাসুদের গ্র্যান্ড সুলতান রিসোর্ট এন্ড গলফ পছন্দের শীর্ষে। বিদেশী পর্যটকরা গ্র্যান্ড সুলতানকেই বেছে নেন। তবে গ্র্যান্ড সুলতানে থাকার ব্যয়টা একটু বেশিই। শ্রীমঙ্গল শহর থেকে এর দূরত্ব ১০ কি.মি.।
ভাড়া: সর্বনিম্ন রুম ভাড়া কিং ডিলাক্স ২৪,০০০ টাকা এবং সর্বোচ্চ রুম ভাড়া প্রেসিন্সিয়াল সুইট ৭৮,০০০ টাকা। তবে বিভিন্ন উপলক্ষ থাকলে রুম ভাড়ার উপর ডিসকাউন্ট থাকে।
যোগাযোগের ঠিকানা
Tel: +8802997738501-3
For Reservation: +8809678785959/+8801730793501-4
For Corporate or Group Event: +8801730793555
Corporate Office
Tel: +8809678782929
Website: www.grandsultanresort.com
নভেম ইকো রিসোর্টে
শ্রীমঙ্গল শহরের কয়েকটি উন্নতমানের রিসোর্টের মধ্যে নভেম ইকো রিসোর্ট অন্যতম একটি। শ্রীমঙ্গলের সেরা হোটেল ও রিসোর্ট এর মধ্যে রাধানগর এলাকায় একেবারেই নিরিবিলি পরিবেশে গড়ে তোলা হয়েছে এই রিসোর্ট। পর্যটকের কাছে বেশ জনপ্রিয় এই রিসোর্টের আছে সুইমিংপুলসহ অত্যাধুনিক প্রায় সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে।
ভাড়া: এই রিসোর্টের যে কোন একটি রুম ভাড়া নিতে হলে ৫৫০০ টাকা থেকে ২০৫০০ টাকা পর্যন্ত।
যোগাযোগের ঠিকানা:
Phone:+880-1709882001 Or +880-1709882000
WhatsApp:+880-1709882000
Email:sales@novemecoresort.com
Web:www.novemecoresort.com
আরও পড়ুন: এনা বাস কাউন্টার নাম্বার
লেমন গার্ডেন রিসোর্ট
শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানের নিকটবর্তী স্থানে সবুজে ঘেরা পরিবেশ বান্ধব, নির্জন ও অত্যান্ত সুন্দর একটি রিসোর্ট লেমন গার্ডেন। নতুন বিবাহিতদের হানিমুন করাটা দরকার। আপনার হানিমুনের জন্য আকর্ষনীয় জায়গা হতে পারে লেমন গার্ডেন রিসোর্ট। আপনি চাইলে পরিবার নিয়ে সেখানে থাকতে পারেন। এই গার্ডেনে রয়েছে তাদের নিজস্ব দেশী ও বিদেশী বিভিন্ন রকমের ফল, ফুল ও নানাপ্রকার গাছ-গাছালী। রয়েছে বিশ্রামের সু-ব্যবস্থা যেখানে বসে আপনি প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। শ্রীমঙ্গল থেকে লেমন গার্ডেনে পৌছানে ৩০-৪০ মিনিটের মতো সময় লাগবে।
ভাড়া: দর্শনার্থীদের লেমন গার্ডেন রিসোর্টে প্রবেশ মূল্য ৩০০ টাকা। এবং রুম ভাড়া কাপল রুম ২০০০-৪০০০ টাকা, আর ফ্যামিলি নিয়ে থাকতে হলে ভাড়া হবে ৭২০০ টাকা।
যোগাযোগের ঠিকানা:
মোবাইল নম্বর: +৮৮০১৭৯৬-২৬৩৩৩০, +৮৮০১৭৬৩-৫৫৫০০০,
অফিসিয়াল ওয়েব সাইট: www.lemongardenresort.com.bd
ই-মেইল নং: info@lemongardenresort.com.bd
দুসাই রিসোর্ট এন্ড স্পা
শ্রীমঙ্গল উপজেলার গিয়াসনগরে অবস্থিত দুসাই রিসোর্ট এন্ড স্পা একটি আকর্ষনীয় ও ব্যয়বহুল রিসোর্ট, এতে হোটেল ও ভিলা নামের দুই ক্যাটাগরির রুম আছে। এখানে অন্যান্য সুযোগ সুবিধা হিসেবে সুইমিংপুল, ব্যাটমিন্টন কোর্ট, টেনিস, কনফারেন্স কক্ষ, ব্যায়ামাগর, গেম জোন ও সাইকেল রাইড সহ সকল সুযোগ সুবিধাই রয়েছে। এর বিতর ৪টি রেস্তোরা ও ক্যাফে রয়েছে, অতিথিদেরে পছন্দ অনুযায়ী খাবার দেওয়া হয়।
ভাড়া: ভিলায় এক রাত কাটাতে শ্রেনীভেদে নুন্যতম ১৬,২০০ টাকা থেকে সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত ভাড়া হবে। আর হোটেল ক্যাটাগরির রুম এক রাতের জন্য বুকিং দিতে শ্রেনী ভেদে নূন্যতম ৯,৬০০ টাকা থেকে সর্বোচ্চ ১২,০০০ টাকা ভাড়া প্রদান করেত হবে।
যোগাযোগের ঠিকানা:
ফোন নম্বর +৮৮০৮৬১৬৪১০০
মোবাইল নম্বর: ০১৬১৭-০০৫৫১১
ই-মেইল : rsvn@dusairesorts.com
অফিসিয়াল ওয়েবসাইট : www.dusairesorts.com
টি হেভেন রিসোর্ট
শ্রীমঙ্গলের টি হেভেন রিসোর্টে টুইন শেয়ার, ফ্যামেলি ডিলাক্স, ছায়াবৃক্ষ, হামহাম আর ক্যামেলিয়া নামের এক্সিকিউটিভ রুম ছাড়াও কাপল ডিলাক্স রুম রয়েছে।
ভাড়া: এই রিসোর্টে রুম ভাড়া হবে ২০০০ থেকে ৫৫০০ টাকা।
যোগাযোগের ঠিকানা:
মোবাইল নম্বর : ০১৭০৮-০৩৩৫৪৪, ০১৭০৮-০৩৩৫৪৫, ০১৯৩৮৩০৫৭০৬
শ্রীমঙ্গল টি রিসোর্ট
প্রাকৃতিক সৌন্দৰ্য্য মন্ডিত শ্রীমঙ্গল টি রিসোর্টটি বাংলাদেশ চা বোর্ডের ব্যবস্থাপনায় পরিচালিত। শ্রীমঙ্গল শহর থেকে এর দূরত্ব চার কিলোমিটারের মত। বিট্রিশ আমলে নির্মিত এই রিসোর্টে ইকনমি রুমের নূন্যতম ভাড়ার পরিমাণ দুই হাজার টাকা এবং এসি বাংলোর সর্বোচ্চ ভাড়া আট হাজার টাকা।
যোগাযোগের ঠিকানা:
মোবাইল নম্বর : ০১৭১২-০৭১৫০২, ০৮৬২৬-৭১২০৭
ই-মেইল: tearesort@yahoo.com
নিসর্গ ইকো-রিসোর্ট
নিসর্গ রিসোর্ট “লিচুবাড়ী” ও “নীরব” নামে দুটি অংশে বিভক্ত। এই দুই অংশের বিভিন্ন ক্যাটাগরির রুম নিতে খরচ হবে ২৫০০ থেকে ৫০০০ টাকা।
যোগাযোগের ঠিকানা:
মোবাইল নম্বর: +৮৮০১৭৬৬৫৫৭৭৮০
ই-মেইল: info@nishorgocottage.com
ওয়েবসাইট: nishorgocottage.com
শান্তি বাড়ি ইকো রিসোর্ট
শান্তি বাড়ি ইকো রিসোর্টে দু’টি বাঁশের কটেজ এবং একটি দু’তলা কাঠের বাড়ি রয়েছে । কাঠের বাড়িতে প্রতি রুমের ভাড়া ৩০০০ এবং বাঁশের কটেজের রুম ভাড়া ২০০০ টাকা।
যোগাযোগের ঠিকানা:
মোবাইল নম্বর: ০১৭১৬-১৮৯২৮৮
সুইস ভ্যালি রিসোর্ট
শমশেরনগরে অবস্থিত সুইস ভ্যালি রিসোর্টটি বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটির পাশে অবস্থিত। এই রিসোর্টটি বেশ পরিবেশ বান্ধব এখনে এসি নন এসি উভয় আবাসনব্যবস্থা রয়েছে। এই রিসোর্টের কটেজগুলোতে দুই থেকে চার হাজার টাকায় নানা রকম কক্ষ ভাড়া পাওয়া যায়।
যোগাযোগ: +৮৮০১৭৮৬৪৯৩৭০০
গ্র্যান্ড সেলিম রিসোর্ট এন্ড ট্যুর
শ্রীমঙ্গল শহর থেকে দুই কিলোমিটার দূরবর্তী রাধানগর মনিপুরী পাড়ায় অবস্থিত গ্র্যান্ড সেলিম রিসোর্ট এন্ড ট্যুর রিসোর্ট। নানান সুবিধা সহ এই রিসোর্টে থাকার জন্য খরচ করতে হবে দুই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত।
যোগাযোগের ঠিকানা:
মোবাইল নম্বর: ০১৭০৯-৮৮৩৩৩৩, ০১৬১৬-১৬৪০৬৬
ই-মেইল: reservation@grandselimresort.com
অফিসিয়াল ওয়েবসাইট: grandselimresort.com
শ্রীমঙ্গলে রয়েছে ভালো মানের কিছু আবাসিক হোটেল আপনি চাইলে সেখানেও রাত্রি যাপন করতে পারেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো:
হোটেল মহসিন প্লাজা
শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে অবস্থিত হোটেল মহসিন প্লাজায় রাত যাপন করতে আড়াই হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা।
মোবাইল নাম্বার: +৮৮০১৭১১-৩৯০০৩৯
হোটেল মেরিনা
শ্রীমঙ্গল শহরে অবস্থিত হোটেল মেরিনায় এক রাত থাকতে আপনাকে ৫০০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত খরচ করতে হবে।
যোগাযোগ: মোবাইল নাম্বার +৮৮০১৭৮৭-৩৩৩৫৪৪
হোটেল আল-রহমান
হোটেল আল রহমানে ৮০০ থেকে ২০০০ টাকায় অনায়াসেই এক রাত্রি যাপন করতে পারবেন।
মোবাইল নাম্বার: +৮৮০১৭১২-৩১৭৫১৫
টি টাউন রেস্ট হাউস
টি টাউন রেস্ট হাউসে ১ রাতের জন্য প্রধান করতে হবে ১০০০ থেকে ২৫০০ টাকা।
মোবাইল নাম্বার: +৮৮০১৭১৮-৩১৬২০২
হোটেল ইউনাইটেড রেসিডেন্সিয়াল
ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত হোটেল ইউনাইটেড রেসিডেন্সিয়ালে ১ রাত কাটাতে ৫০০ থেকে ২০০০ টাকা গুনতে হবে।
মোবাইল নাম্বার: +৮৮০১৭২৩-০৩৩৬৯৫
মনে রাখা প্রয়োজন
আপনার মূল্যবান জিনিসপত্র আপনার সাথে থাকা ব্যাগের মধ্যেই রাখার চেষ্টা করুন ৷ ভুলবসত কোনো জিনিসপত্র হোটেলে রেখে গেলে পরবর্তীতে সেই বিষয়ে হোটেল কর্তৃপক্ষকে কোনো ভাবেই দায়ী করা যাবে না, যদিও হোটেল কর্তৃপক্ষ আপনার হারিয়ে যাওয়া মালামাল খুঁজে দিতে শতভাগ চেষ্ট করবে।
হোটেল ও রিসোর্ট পরিত্যাগের পূর্বে ভালো করে রিচার্জ করুন কোন কিছু ফেলে গেলেন কিনা।
হোটেল ও রিসোর্ট এ সকল প্রকার মাদকদ্রব্য সেবন ও বহন করা থেকে বিরত থাকুন ৷
হোটেল কর্তৃপক্ষের আইন-কানুন মেনে চলার চেষ্টা করতে হবে।
রাষ্ট্র বিরোধী কোন কার্যকলাপ করা থেকে বিরত থাকতে হবে।
শ্রীমঙ্গলের সেরা হোটেল ও রিসোর্ট সম্পর্কে আমাদের লিখাটি আপনার কেমন লাগলো জানাতে বুলবেন না।
আপনার ভ্রমন হোক নিরাপদ