ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী ২০২৪ | আপডেট ভাড়ার তালিকা

ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী: বলা হয়ে থাকে ট্রেন ভ্রমন সবচেয়ে আরামদায়ক ও নিরাপদ, ট্রেনে ভ্রমন পছন্দ করে না এমন মানুষ পাওয়া যায় না। ছোট বড় সবাই ট্রেনে ভ্রমন করতে পছন্দ করেন। বাংলাদেশ রেলওয়ে দিন দিন উন্নতি সাধন করে চেলেছে এবং যাত্রীদের আগ্রহও দিন দিন বাড়ছে। রেল পথে ভ্রমণ অত্যন্ত আরামদায়ক একটি জার্নি। আর এদিকে সিলেটের মানুষ সবচেয়ে বেশি ভিন্ন ভিন্ন কাজে ট্রেন ভ্রমণ করে থাকেন ।

ট্রেনে ভ্রমন শুধুমাত্র আরামদায়ক নয়, খরচও কম এবং নিরাপদ একটি ভ্রমণ। কিন্তু দুঃখের বিষয় হলো ট্রেনর সঠিক সময়সূচী না জানার কারণে অনেক সময় দেখা যায় ট্রেন মিস করে থাকি। তাই আমরা নিচে বাংলাদেশের সিলেট টু ঢাকা ও ঢাকা সিলেট ট্রেনের সময়সূচী, ঢাকা টু শ্রীমঙ্গল ট্রেনের সময়সূচী, ঢাকা টু কুলাউড়া ট্রেনের সময়সূচী, সিলেট ট্রেনের সময়সূচি ২০২৩, ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী , সিলেট টু ঢাকা ট্রেন ভাড়া 2024 সহ অন্যান্য তথ্য ছক আকারে উপস্থাপন করলাম।

প্রথমে আমরা জানবো সিলেট টু ঢাকা এবং ঢাকা টু সিলেট কোন কোন ট্রেন চলাচল করে, কেখন ট্রেন ছেড়ে যায়, কখণ পৌছায় এবং যাত্রার জন্য কোন কোন সিট পাওয়া যায়, কেবিন খরচ কেমন হয়, সর্ব্বোচ্চ ভাড়া কত ও সর্বনিম্ন ভাড়া কত এসব নিয়ে বিস্থারিত আলোচনা করা হলো। তাহলে চলুন জেনে নেয়া যাক ঢাকা থেকে সিলেট কোন কোন ট্রেন যাতায়াত করে।

ঢাকা টু সিলেট ট্রেন (আন্তনগর ট্রেন)

যাতায়াতের জন্য ট্রেনই বেশি পছন্দনীয় নিম্নে আমরা ঢাকা টু সিলেট রুটে কি কি ট্রেন চলাচল করে ভাড়া কত ও সময়সূচী তুলে ধরলাম: ঢাকা টু সিলেট রুটে ৪টি ট্রেন চলাচল করে যথাক্রমে-

  • পারাবত এক্সপ্রেস (৭০৯)
  • জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭)
  • উপবন এক্সপ্রেস (৭৩৯)
  • কালানি এক্সপ্রেস (৭৭৩)

ঢাকা থেকে সিলেট ট্রেন ছাড়ার ও পৌছার সময়

ট্রেনের নাম ছাড়বে পৌছবে
পারাবত এক্সপ্রেস (709)   (মঙ্গলবার বন্ধ) 06:30 am 01:00 pm
জয়ন্তিকা এক্সপ্রেস (717) (মঙ্গলবার বন্ধ) 11:15 am 07:00 pm
কালনী এক্সপ্রেস (773)  (শুক্রবার বন্ধ) 02:55 pm 09:30 pm
উপবন এক্সপ্রেস (739)  (বুধবার বন্ধ) 10:00 pm 05:00 am

সিলেট থেকে ঢাকা ট্রেন ছাড়ার ও পৌছার সময়

ট্রেনের নাম ছাড়বে পৌছবে
কালনী এক্সপ্রেস (773) (শুক্রবার বন্ধ) 06:15 am 01:00 pm
জয়ন্তিকা এক্সপ্রেস (717) (বৃহ:বার বন্ধ) 12:00 am 07:25 pm
পারাবত এক্সপ্রেস (710) (মঙ্গলবার বন্ধ)  03:30 pm 10:15 pm
উপবন এক্সপ্রেস (740) (বুধবার বন্ধ) 11:00 pm 05:45 am

ঢাকা টু সিলেট আন্তনগর ট্রেনের ভাড়ার তালিকা

ঢাকা থেকে সিলেট ট্রেনের ভাড়া আসনভেদে সর্বনিম্ন ৩২০ টাকা থেকে সর্বোচ্চ ১০৯৯ টাকা পর্যন্ত টিকেট মূল্য রয়েছে। যদি অনলাইনে টিকেট কাটতে চান তাহলে, প্রতি টিকেটে অনলাইন চার্জ হিসাবে অতিরিক্ত ২০ টাকা প্রদান করতে হবে। নিম্নে ভাড়ার তালিকা দেওয়া হলো:

  • S- CHAIR= ৳ 320
  • SNIGDHA= ৳ 610
  • AC-S = ৳ 736
  • F-SEAT =৳ 489
  • AC-B = ৳ 1099

ট্রেনের টিকিট কাটার নিয়ম

আরাম দায়ক পরিবহন ট্রেনে ভ্রমন করার পূর্বে ট্রেনের টিকিট সংগ্রহ বা ক্রয় করতে হয়। তাই আমরা প্রতিনিয়ত অনলাইনে ট্রেনের টিকেট ক্রয়ের অনলাইন সেবা নিতে হয়। টিকেট ক্রয়ের জন্য নিম্নে উল্লেখিত পদ্ধতিতে টিকেট ক্রয় করবেন-

আরও পড়ুন: এনা বাস কাউন্টার নাম্বার ও ভাড়ার তালিকা

১। মোবাইল দিয়ে টিকেট ক্রয় করেত হলে Rail Sheba এপস্ ডাউনলোড করে প্রথমে আপনি রেজিস্ট্রার করবেন।

২। কম্পিউটার দিয়ে টিকেট ক্রয় করেত হলে  https://eticket.railway.gov.bd/  এই ঠিকানায় প্রবেশ করে প্রথমে আপনি রেজিস্ট্রার করে টিকেট সংগ্রহ করতে পারবেন।

শেষকথা:

ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী, ট্রেনের টিকিট কাটার নিয়ম ও ভাড়া সংক্রান্ত লেখাটি সম্পর্কে যদি আপনাদের আরও তথ্য জানতে চান,  আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব।