Disclaimer

১। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য সবার হাতের নাগালে তুলে ধরাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। “ভ্রমণ টিপস” শুধুমাত্র ভ্রমণ করা যায় এমন স্থান গুলোর বিভিন্ন তথ্য ও প্রয়োজনীয় দিক নিদের্শনা দিয়ে থাকে। যেন ভ্রমনে আগ্রহী ব্যাক্তি বা প্রতিষ্ঠান সেই স্থান সম্পর্কে পূর্বেই বিভিন্ন ভ্রমণ তথ্য সম্পর্কে আমাদের এই সাইট থেকে সহজে জানতে পারেন।

২। বিভিন্ন স্থানের তথ্য সংগ্রহ করার জন্যে আমরা ভ্রমণ টিপস টিম নিজেরাই কাজ করে থাকি, অনেক সময় অনেক তথ্য ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইট /ম্যাগাজিন/ পোর্টাল/ বিভিন্ন পেজ ও ভ্রমণকারির ব্যক্তির রিভিউ থেকেও সংগ্রহ করে আপনাদের সুবিধার জন্যে তুলে ধরা হয়। এই ক্ষেত্রে অনেক সময় সবকিছু যাচাই কিংবা সর্বশেষ তথ্য তুলে ধরা হয়েছে কিনা তা আমাদের পক্ষে যাচাই-বাচাই করা সম্ভব হয়ে উঠেনা।

৩। আমরা সবসময় চেষ্টা করি সব ধরনের আপডেট/নতুন তথ্য তুলে ধরতে। তবে অনেক সময় বিভিন্ন ধরেনর তথ্য পরিবর্তিত হয়। তাই আমাদেরদেয়া তথ্যের সাথে অনেক সময় বর্তমান তথ্যের মিল নাও থাকতে পারে। তাই ভ্রমণ ব্যাক্তি বা প্রমিষ্ঠান ভ্রমনের পরিকল্পনার সময় বর্তমান অবস্থার দিকে খেয়াল রাখবেন।

৪। ভ্রমনের সিজন ও সময়ের প্রেক্ষাপটে অনেক কিছুর দাম বদলে যায় (যেমন হোটেল ভাড়া, যাতায়াতের ভাড়া, বিভিন্ন দর্শণীয় স্থানে প্রবেশ মূল্য ইত্যাদি)। তাই কোথাও ভ্রমণ করতে গেলে সেই সময়ে সেই স্থানের বর্তমান দরদাম গুলো জেনে যাওয়াটাই উত্তম।

৫। আপনাদের সুবিধার জন্যে আমরা অনেক সময় বিভিন্নধরনের হোটেল, রিসোর্ট, স্থানীয় দিক নির্দেশক বা গাইড, গাড়ী চালক বা মানেজারের যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দেওয়া হয়। এই সকল যোগাযোগের নাম্বার গুলো স্থানীয়ভাবে বা বিভিন্ন পত্র পত্রিকা, পেইজ, ট্রাভেল গ্রুপ, বিভিন্ন ট্রাভেল পোর্টাল, ভ্রমণকারির বিবরণ থেকে সংগ্রহ করা হয়। তাই ভ্রমণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন ধরনের আর্থিক লেনদেন বা অন্যান্য ব্যাপারে যোগাযোগ করলে অবশ্যই নিজেরা যাচাই-বাচাই করে নিবেন। আর্থিক লেনদেনে বা অন্য যেকোনভাবে ক্ষতিগ্রস্থ হলে “ভ্রমণ টিপস” কর্তৃপক্ষ দায়ী কোনভাবেই দায়ী নয়।

৬। সাইটে কমেন্টকারী ব্যক্তির দায়ভার সম্পূর্ণ কমেন্টকারী ব্যক্তির নিজের। “ভ্রমণ টিপস” কর্তৃপক্ষ এর দায়ভার বহন করে না।

৭। “ভ্রমণ টিপস” কতৃপক্ষ সবসময় তার পাঠকদের মূল্যায়ন করে থাকে। তাই পাঠকদের কথা মাথায় রেখে সবসময় নিভূল তথ্য সরবরাহ করার চেষ্টা করে। যাচাই বাচায়ের ক্ষেত্রে আমরা সাধারনত বিভিন্ন পর্যটকের বাস্তব অভিজ্ঞতার রিভিউ, ও আমাদের কাছে যে তথ্য সবচেয়ে সঠিক ও ভালো মনে হয় সেইভাবে প্রচার করে থাকি। যাতে আমাদের পাঠকরা ভালো কিছু পেয়ে থাকেন, এটাই আমাদের সফলতা।

৮। আমাদের সাথে যোগাযোগ করার জন্যে আমাদের যোগাযোগ পাতা দেখুন।

ভ্রমণ টিপন সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে নতুন নতুন তথ্য তুলে ধরতে। যদি কোন তথ্যগত ভুল বা স্থান সম্পর্কে আপনার কোন সু-পরামর্শ থাকে। তাহলে মন্তব্যের পাতায় জনান উপকৃত হব এবং পর্যটকদের কাছে নিভূল তথ্য সরবরাহ করতে পারব।

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের ও আমাদের দেশের সম্পদ। আমরা ইচ্ছে করে তার কোন ক্ষতি করব না। সবসময় চেষ্টা করব এইসব স্থানের প্রাকৃতিক সৌন্দর্য্যের যাতে কোন ক্ষতি না হয় এবং ক্ষকির হাত থেকে রক্ষা করতে অন্যদেরকেও উৎসাহিত করুন। বাংলাদেশ আমার আপনার সবার, দেশের সকল পর্যটন স্থানের প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।

সতর্কতাঃ সময়ের সাথে সাথে সবকিছুর মূল বাড়তে বা কমতে পারে। সবসময় খেয়াল রাখবেন ভ্রমণ টিপসে দেওয়া তথ্যর সাথে হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও প্রবেশ মূল্য কখনও কখনও মিলা নাও থাকতে পারে এবং বিভিন্ন রকম যোগাযোগ এর মোবাইল নাম্বারও দেওয়া হয়। এসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ রইল। কোন আর্থিক ক্ষতি বা অন্য সমস্যা হলে তার জন্যে ভ্রমণ টিপস কতৃপক্ষ দায়ী থাকবে না।

বি:দ্র: যে কোন প্রয়োজনে টুরিস্ট পুলিশের সাহায্য নিন। টুরিস্ট পুলিশ সবসময় ভ্রমণকারীদের সাহায্যে কাজ করে থাকে।