দোয়া কুনুত (dua-kunut) : মূল্যবান দোয়াগুলোর মধ্যে থেকে অন্যতম। এশার নামাযের পর থেকে সোবহে সাদিকের পূর্ব পর্যন্ত রাতের নামাজ অর্থ্যাৎ বিতর নামাযের সময়, এর ভিতরে যে কোনো সময় এ বিতর নামাজ পড়া যায়। তবে তাহাজুজদের নামাযের পর এ নামায পড়া উত্তম।
এ নামাজের শেষের রাকাতে সূরা ক্বেরাত মিলানোর পর পূনরায় তাকবীর দিয়ে হাত বেধেঁ দোয়া কুনুত দোয়াটি পড়তে হয়। কিন্তু এ দোয়া কুনুতে মানুষ কী পড়ে? কেনই বা এই দোয়া পড়তে হয়? এ দোয়ার ফযীলত কী? নিম্নে দোয়া কুনুত ছবি, দোয়া কুনুত বাংলা উচ্চারণ, দোয়া কুনুত বাংলা, দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি, দোয়া কুনুত বাংলা অর্থসহ বিশদ আলোচনা করা হলো:
মানুষ যখন চরম বিপদ-আপদে ও মুসিবতে পতিত তখন এ দোয়ায়ে কুনুত পড়ে থাকে। এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ আবেদনগুলো তুলে ধরা হয়। হাদিস শরীফে একাধিক দোয়ায়ে কুনুত রয়েছে। বিখ্যাত সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা)থেকে বর্ণিত কুনুতটি হলো-
اللّهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِيْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ، وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ، اللّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ، وَلَكَ نُصَلِّيْ وَنَسْجُدُ، وَإِلَيْكَ نَسْعٰى وَنَحْفِدُ، نَرْجُو رَحْمَتَكَ وَنَخْشٰى عَذَابَكَ، إِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ
দোয়া কুনুত বাংলা উচ্চারণ
আল্লাহুম্মা ইন্না নাসতায়িনুকা ওয়া নাসতাগ ফিরুকা, ওয়ানু’মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খাইর। ওয়া নাসকুরুকা ওয়ালা নাক ফুরুকা, ওয়ানাখলাউ উয়ানাত রুকু মাইয়্যাফযুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকানা’বুদু ওয়ালাকা নুছল্লি, ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাসয়া; ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আজাবাকা; ইন্না আজাবাকা বিলকুফফারি মুলহিক্।
আমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে সুরা-ক্বেরাত মিলানো, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, দরুদ, তাশাহুদ, দোয়ায়ে মাসুরাসহ বিভিন্ন দোয়া পড়া আবশ্যক হয়। এমন ওয়াজিব বিষয়ের মধ্যে আরেকটি বিষয় হল- দোয়া কুনুত।
দোয়া কুনুত অর্থ/দোয়া কুনুত বাংলা
হে আল্লাহ আমরা তোমারই সাহায্য চাই, তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই ওপর ভরসা করি এবং আমাদের সকল কিছু তোমার দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি অকৃতজ্ঞ হই না, এবং যারা তোমার অবাধ্য হয় তাদের থেকে সম্পর্ক বিছিন্ন করে তাদেরকে পরিত্যাগ করি।
‘কুনুত’ অনেক অর্থসমৃদ্ধ একটি শব্দ। এ শব্দ দ্বারা নিরবতা, সালাত, কিয়াম ও ইবাদত ইত্যাদি বুঝায়। এখানে দোয়ায়ে কুনুত দ্বারা উদ্দশ্য হলো- ‘নামাজে দাঁড়ানো অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করা।’
আরোও পড়ুন: ঢাকার দর্শনীয় মসজিদ সমূহ
দোয়ায়ে কুনুত এর ইতিহাস
আহমদ বিন হাম্বল, মুহাম্মাদ ইবনে ইসা আত-তিরমিজি এবং আবু দাউদের বর্ণনা থেকে জানা যায় হাসান ইবনে আলী রাঃ এই দোয়াটি হযরত মুহাম্মাদের (সা.) এর কাছ থেকে শিখেছিলেন। দাউদ আরো বলেছেন মুসলমানদের উপর যখন কোন মুছিবত অথবা বিপদ আসতো হযরত মোহাম্মদ (সা.) তখন দোয়া কুনুত পড়তেন। মুসান্নাফ ইবনে আবী শাইবা (৬৯৬৫)
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘আমি একরাতে নবী (সা.)-এর নিকটে ছিলাম। তিনি শয্যাত্যাগ করলেন এবং দুই রাকাত নামাজ পড়লেন। এরপর উঠে বিতর পড়লেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সুরা আ-আলা পাঠ করলেন। এরপর রুকু – সিজদা করলেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা ও সূরা কাফিরূন পাঠ করলেন এবং রুকু-সিজদা করলেন। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা ও সূরা ইখলাস পাঠ করলেন। এরপর রুকুর আগে তারবীর দিয়ে পূনরায় হাত বেধে দোয়ায়ে কুনুত পড়লেন।’ (কিতাবুল হুজ্জাহ ১/২০১; নাসবুর রায়াহ : ২/১২৪)
দোয়া কুনুত ছবি
দোয়া কুনুত pdf
এখান থেকে দোয়া কুনুত পিডিএফ ডাউনলোড করতে পারবেন: ডাউনলোড- Dua Kunut Download
দোয়া কুনুতের ফজিলত
‘কুনুত’ অনেক অর্থসমৃদ্ধ একটি শব্দ। মানুষ যখন চরম বিপদ- আপদ ও বালা-মুসিবতে পড়ে তখনও এ দোয়া পড়লে আল্লাহ তায়ালা সাহায্য করেন।
গভীর রাতে আল্লাহ তায়ালার সঙ্গে তার অনুগত বান্দার একান্ত প্রেমালাপ এই দোয়া। এ দোয়ার ফলে আল্লাহ বান্দার উপর খুশি হয়ে যান। তাঁর বান্দার চাওয়া-পাওয়া পরিপূর্ণ করে দেন। দুনিয়ার সব বিপদ-আপদ থেকে মুক্তি দিয়ে দেন। এটিই হলো দোয়া কুনুত।
বিতর নামাজে দোয়া কুনুত ছুটে গেলে করণীয়
বিতিরের নামাজ পড়া ওয়াজিব। অনেক সময় দেখা যায় বিতরের নামাযে আমাদের দোয়া কুনুত ভুলক্রমে ছুটে যায় বা পড়া হয় না এক্ষেত্রে কূনূত ভূলে ছুটে গেলে সিজদায়ে সাহু দিলে বিতিরের নামায শুদ্ধ হয়ে যাবে ।
শেষ কথা
রাত্রি যখন গভীর হয় তখন আল্লাহ তায়ালার সঙ্গে তার প্রিয় বান্দার একান্ত প্রেমালাপ এই দোয়া। এ দোয়া পাঠের ফলে আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যান। তার বান্দার সকল চাওয়া-পাওয়া পরিপূর্ণ করে দেন। দুনিয়াবী সকল বিপদ-আপদ থেকে মুক্তি দেন। এটিই দোয়া কুনুত।
আল্লাহ তাআলা সকল মুসলিম উম্মাহকে সব সময় ও বিতর নামাজে একাগ্রতার সাথে দোয়া কুনুতের মাধ্যমে আল্লাহ তায়ালার কাছে সাহায্য প্রার্থনা ও মনের আশা ব্যক্ত করার তাওফিক দান করুন। আমিন।