পৃথিবীতে কোটি কোটি মুসলমানদের ইসলামিক প্রানকেন্দ্র মক্কা শরীফ ও মদিনা শরীফ (makka-modina)। মক্কা ও মদিনা শরীফ আমাদের হৃদয়ে স্থান করে রেখেছে। তাই প্রতিমাসে লক্ষ লক্ষ মানুষ মক্কা ও মদিনা শরীফের ছবির জন্য অনলাইনে সার্চ করে থাকে।
মোবাইলে সেভ করা, ওয়ালপেপার দেওয়া, ফেসবুক স্ট্যাটাসের সাথে পোস্ট, ইসলামিক কন্টেন্ট তৈরী, প্রিন্ট করে ঘরের দেয়ালে টাঙ্গানো ইত্যাদি প্রয়োজনে সবচেয়ে সেরা স্থানগুলোর পিকচার হলো মক্কা ও মদিনা ছবি।
মদিনা শরীফে ছবি, মদিনা শরীফ সুন্দর পিকচার, মদিনার পিক ও ওয়ালপেপার, মদিনার মসজিদের ছবি, মক্কা শরীফ ছবি, কাবা শরীফের ছবি, কাবা ঘরের ভিতরের ছবি, কাবা ঘরের পুরাতন ছবির এক আকর্ষনীয় সমাহার থাকছে এই পোস্টে।
মদিনার পূর্ব নাম কি
পূর্বে পবিত্র মদিনা নগরীর নাম ছিলো ইয়াসরিব। মহানবী (সাঃ) – একদা বনু সালেম ইবনে আওফের মহল্লায় জুমার সালাত আদায় করেন, অতঃপর মদিনায় গমন করেন। সেদিন থেকেই ইয়াসরিব নগরীর নাম মদিনাতুর রাসূল/ রাসূলের শহর নাম হয়ে যায়। যা সংক্ষেপে মদিনা নামে পরিচিত।
মদিনার পিক
পবিত্র মদিনা শরীফের সৌন্দর্য আমাদের মনকে তৃপ্ত করে নানা ভাবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) – রওজা মোবারকের ছবি আমরা অনেকেই দেখতে চাই। সামর্থ্য না থাকায় অনেকেই যেতে পারিনা সেই পবিত্র স্থানে। তাই অনলাইনে মদিনার পিক ছবি খুঁজে থাকে অনেকেই। এছাড়াও ছবি প্রিন্ট করে ঘরে সংরক্ষণ করতে, মোবাইলে সেভ করে রাখতে, ফেসবুকে পোস্ট করতে, বিভিন্ন সামাজিক কার্যক্রমের প্রয়োজনে মদিনার পিক খুঁজে থাকে। তাই আপনাদের জন্য সৌন্দর্যমন্ডিত কিছু মদিনার পিক নিচে দেওয়া হলো:-
মদিনার পিকচার
বর্তমানে পৃথিবীতে প্রায় ১৯০ কোটি মুসলিম ধর্মাবলম্বী ভাই ও বোন রয়েছে। মুসলমান হিসেবে পবিত্র স্থান মদিনা ও মক্কার প্রতি ভালোবাসা আমাদের সকলেরই। তাই মদিনার সৌন্দর্য উপভোগ করতে মদিনার পিকচার খুজে থাকি। তবে অনলাইনে অনেক খোঁজাখুঁজি করলেও আকর্ষণীয় ও মদিনা সৌন্দর্য ফুটে উঠে এমন ছবি পাওয়া যায়না। তাই মদিনার প্রতি ভালোবাসা থেকে আপনাদের জন্য বেশ কিছু মদিনার পিকচার নিচে দেওয়া হলো:-
মদিনা শরীফ ছবি
পৃথিবীর বুকের সর্বশ্রেষ্ঠ মহামানব শুয়ে আছেন পবিত্র মদিনায়। সেই বিশ্ব নবীর রওজা মোবারক দেখার, মদিনা শরীফকে দেখার ব্যাকুলতা আমাদের সকলের মনেই। নবীজির রওজা মোবারক, মসজিদে নববী মরুর বুকে আজ নিজের অপরুপ সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে। যা পৃথিবীর অন্তঃকাল অব্দী থেকে যাবে। সেই দেশের ইতিহাস, ঐতিহ্যকে দেখার জন্য আমরা মদিনা শরীফ ছবি খুজে থাকি। আপনাদের জন্য মদিনা শরীফের সৌন্দর্য ফুটে ওঠা কিছু ছবি নিচে দেওয়া হলো:-
মদিনা শরীফের সুন্দর ছবি
ফেসবুক, গুগল ওয়েবসাইট ও অন্যান্য বিভিন্ন মাধ্যমে আমরা মক্কা ও মদিনা শরীফের অনেক ছবি দেখে থাকি এবং ডাউনলোড করতে পারি। নবীজির রওজা মোবারকের সেই ছবি সকল ক্ষেত্রেই সুন্দর। তবুও প্রাকৃতিক অবস্থান নিয়ে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মদিনা শরীফের ছবি অনেক সুন্দর হয়। এমন অনেক আকস্মিক দৃশ্য নিয়ে মদিনা শরীফের সুন্দর ছবি রয়েছে যা আমাদের মনকে প্রশান্ত করার জন্য যথেষ্ট। আপনাদের জন্য কিছু বাছাই করা মদিনা শরীফের সুন্দর ছবি নিচে দেওয়া হলো:-
মদিনার মসজিদের ছবি
পবিত্র মদিনা নগরীর প্রধান আকর্ষণ হচ্ছে নবীজির রওজা ও মসজিদ। মদিনায় বহু সুন্দর সুন্দর, আকর্ষণীয় ও চোখ ধাঁধানো মসজিদ রয়েছে। তবে সবচেয়ে আকর্ষণীয় মসজিদে নববী যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর রওজা অবস্থিত। মদিনার সেই মসজিদের ছবিগুলো ফেসবুকে পোস্ট, টাইমলাইনে এড করা, ইসলামিক ভিডিও কনটেন্ট তৈরিতে, মোবাইলে ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে, পছন্দের মানুষের কাছে ইসলামিক ছবি পাঠাতে কিংবা প্রিন্ট করে ঘরের দেয়ালে আকর্ষণীয়ভাবে সাজিয়ে রাখতে পারবেন। আপনাদের জন্য আকর্ষণীয় ও সুন্দর মদিনার মসজিদের ছবি নিচে দেওয়া হলো:-
মদিনার রাতের ছবি
মদিনা একটি পবিত্র নগরী। মরুভূমির দেশ হলেও এর সৌন্দর্য অনেকাংশেই বেশি। চারিদিকের বালুময় বিস্তীর্ণ এলাকা মাঝে পবিত্র নগরী মদিনার অত্যন্ত মনোরম দৃশ্য। বর্তমানে আধুনিকায়নের রূপে আরো বেশি সুন্দর হয়ে উঠেছে পবিত্র মদিনা শরীফ। মদিনার রাতের ছবি আরো অনেক বেশি আকর্ষণীয়। রাতে মদিনার আকাশে চাঁদ দেখলে মনে পড়ে যায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) – এর সেই আঙুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করার অলৌকিক ঘটনা। রাতের মায়াভরা মদিনার বাছাই করা কিছু অপরূপ মদিনার রাতের ছবি নিচে দেওয়া হলো:-
মদিনা শরীফ ওয়ালপেপার
একজন মুসলিম হিসেবে পবিত্র মদিনা শরীফের প্রতি ভালোবাসা আমাদের সকলের মনেই রয়েছে। মোবাইলে আমরা অনেকেই ইসলামিক ওয়ালপেপার দিয়ে থাকি। এতেকরে, মোবাইল হাতে নিলে আমাদের মনে ইসলামিক ভাবাদর্শ জাগ্রত হয় এবং মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও আখেরাতের কথা স্মরণ হয়। তাছাড়া মদিনা শরীফ ওয়ালপেপার হিসেবে ব্যবহার করা আমাদের ইসলামের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। তাই আকর্ষণীয় কিছু মদিনা শরীফ ওয়ালপেপার (ছবি) নিচে দেওয়া হলো:-
মদিনা শরীফ দর্শনীয় স্থানের ছবি
মুসলমান ভাই-বোনদের হৃদয়ের স্পন্দনে জড়িয়ে আছে মদিনা । মদিনা শরীফ জিয়ারত করা হজ্জের বাধ্যতামূলক অংশ নয়। তবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজ যাত্রীরা প্রিয় নবীর সে রওজা মোবারক ও ইসলামের সাথে সম্পর্কিত মদিনার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পবিত্র রমজান মোবারক সহ মদিনাতে আরো ৪ ইসলামের সাথে সম্পৃক্ত দর্শনীয় স্থান রয়েছে। এগুলো হলো:-
- বিশ্বনবীর রওজা মোবারক
- জান্নাতুল বাকি
- মসজিদে কিবলাতাইন
- মসজিদে কুবা
- ওহুদ পাহাড় ও প্রান্তর
মসজিদ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য
নিচে এসকল দর্শনীয় স্থানসমূহের মনোরম ছবি দেওয়া হলো:-
মক্কা ও মদিনা শরীফ ছবি ডাউনলোড
মদিনা শরীফের ছবি নানা প্রয়োজনে সংগ্রহ করতে হয়। এসকল ছবি কোথাও তেমন পাওয়া না গেলে অনলাইন থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যায়।
আরও পড়ুন: ইফতারের দোয়া- তারাবির নামাযের দোয়া ও নিয়ত
মক্কা শরীফ
এই পৃথিবী ও বিশ্বজগতের মহান সৃষ্টিকর্তার ঘর পবিত্র কাবা ঘর। যা মক্কা নগরীতে অবস্থিত। এছাড়াও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্মস্থান ও ইসলামের সূচনালগ্ন এই মক্কা নগরীতেই। এক কথায় ইসলামের মূল কেন্দ্র পবিত্র মক্কা শরীফ। প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজ্জ করতে যায় এখানে। মক্কা শরীফে পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানের ছবি নিচে দেওয়া হলো:-
পবিত্র কাবা শরীফের ছবি
পবিত্র কাবা শরীফ, মহান আল্লাহ তায়ালার ঘর। প্রতিবার নামাজরত অবস্থায় আমরা এই কাবাঘরের দিকে কিবলামুখি হয়ে সালাত আদায় করি। আমাদের মনের সবসময় সেই স্থানের ছবি আকা থাকে। আপনাদের জন্য পবিত্র কাবা শরীফের ছবি, কাবা শরীফের পিচকার, কাবা শরীফ ওয়ালপেপার এর বাছাই করা কিছু ছবি দেওয়া হলো:-
কাবা শরীফের ভিতরের ছবি। কাবা ঘরের ভিতরের ছবি
পবিত্র কাবা শরীফে হাজীগন তাওয়াফ করেন, মহান আল্লাহর সামনে উপস্থিত হন। তবে কাবাঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি সকলকে দেওয়া হয়না। তাই অনেকের মনে কাবা শরীফের ভিতরের ছবি দেখার আকুল চাহিদা। ডাউনলোড করার জন্য কাবা ঘরের ভিতরের ছবি নিচে দেওয়া হলো:-
কাবার পুরাতন পিকচার
পৃথিবীর আদিকাল থেকে কাবাঘর ছিলো ভিন্ন রূপে। যুগে যুগে নানা পরিবর্তনের মধ্য দিয়ে কাবা শরীফের আজকের এই রূপ। তবে আমাদের মনে কৌতূহল জাগে কাবা শরীফের পুরাতন পিকচার দেখতে। কাবা শরীফের দূর্লভ কিছু ছবি বর্তমানে সংগ্রহ করা গেছে। সে সকল পুরাতন পিকচার নিচে দেওয়া হলো:-
মক্কা শরীফ ছবি ডাউনলোড
প্রায় সময়ই মোবাইলে সেভ করে রাখতে, বিভিন্ন ফেসবুক পোস্ট, কভার ফটো, ইসলামিক ভিডিও কন্টেন্টে ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মক্কা শরীফের ছবি প্রয়োজন হয়। মক্কা শরীফের ছবি ডাউনলোড করতে চাইলে এখানে দেওয়া কাবা ঘর/ মক্কা শরীফের ছবিগুলো সেভ করতে পারেন:-
শেষকথা
ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলো হলো কাবা শরীফ ও মদিনা। এই স্থানগুলো আমাদের মনকে প্রশান্তি দেয়। এই পোস্ট থেকে পছন্দনীয় মক্কা ও মদিনা শরীফের ছবি ডাউনলোড করতে পারেন সহজেই।