যুক্তরাজ্যের সেরা ১০টি দর্শনীয় স্থান: বহুকাল থেকেই যুক্তরাজ্য একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে। প্রতিবছর United Kingdom -এর বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে ঘুরে বেড়ানোর জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ৪০-৫০ মিলিয়ন বিদেশী দর্শনার্থীদের আগমন হয়। এখানে আশ্চর্যকর দর্শনীয় স্থানগুলো যেমন ভ্রমন পিপাসুদের আকর্ষণ করে, তেমনি এখানকার পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এবং আতিথেয়তা সকলকেই আকৃষ্ট করে।
যুক্তরাজ্যে ভ্রমণ করতে গেলে একজন দর্শনার্থী খুব সহজেই কয়েক ঘণ্টার মধ্যে রুক্ষ হিথল্যান্ড থেকে ঝলমলে সমুদ্র সৈকতে ভ্রমণ করতে পারবে। এখানে দর্শনীয় স্থানের কোন অভাব নেই। কিন্তু যারা ভ্রমণে যায়, তারা সকলেই চায় সবচেয়ে জনপ্রিয়ও আকর্ষণীয় স্থানগুলো ঘুরে আসতে। তাই আজকের এই আলোচনায় যুক্তরাজ্যের সেরা ১০টি দর্শনীয় স্থান (Most Beautiful Places in UK) সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
(১) কটসওল্ডস (Cotswolds)
কটসওল্ডস হলো যুক্তরাজ্যের অন্যতম দেশ ‘ইংল্যান্ডের’ অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র (Top Beautiful Place in the UK)। কটসওল্ডস-এর রোলিং হিল এবং বিচিত্র গ্রামগুলো ছয়টি ইংরেজ দেশে বিস্তৃত। অর্থাৎ এর সৌন্দর্য্য বিভিন্ন প্রান্ত থেকে উপভোগ করা যায়। এখানে রয়েছে সুন্দর গ্রামীণ অঞ্চল, যা অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। পাশাপাশি রাজকীয় বাড়ি এবং দুর্গ থেকে প্রশংসিত রিজার্ভ এবং arboretums ইংল্যান্ডের একটি প্রাচীন স্বাদ ও অনুভূতি জাগ্রত করে।
এই এলাকাটি প্রায় ৫,০০০ কিলোমিটার ফুটপাথ এবং ব্রিজওয়ের সমন্বয়ে গঠিত। যার মধ্যে অন্যতম বিখ্যাত হলো ১৬৪ কিলোমিটার-লম্বা কটসওল্ড ওয়ে হাঁটার পথ। আপনি এই এলাকার যেই স্থানেই বা যেই প্রান্তে অবস্থান করেন না কেন, সর্বত্রই একটি আরামদায়ক পরিবেশের সন্ধান পাবে।
এই অঞ্চলের কমনীয় মধু-পাথরের গ্রামগুলো বিখ্যাত টিরুম, ডেলিস, প্রাচীন জিনিসের দোকান এবং কৃষকদের বাজারের সাথে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোন একটি পড়ন্ত বিকেলে ঘুরতে যাওয়ার জন্য এই অঞ্চলটি আদর্শ। যদিও প্রতিটি গ্রামের নিজস্ব স্বতন্ত্র চরিত্র রয়েছে, তারা সকলেই একই নিরবধি সৌন্দর্য্য ভাগ করে নেয় যা কটসওল্ডসকে যুক্তরাজ্যের সবচেয়ে সুন্দর স্থানগুলোর মধ্যে একটি করে তুলেছে।
(২) ইয়র্কশায়ার ডেলস (Yorkshire Dales)
ইয়র্কশায়ার ডেলস ন্যাশনাল পার্ক যুক্তরাজ্যে ভ্রমণের জন্য একটি দুর্দান্ত জায়গা। এখানে রয়েছে উপত্যকা এবং মুর, এবং নদী ও স্রোতের আবাসস্থল। যদি আপনি বাইরের আনন্দ উপভোগ করেন। ডেলস -এ একটি অবিশ্বাস্য ও বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ পাওয়া যায়, যা অ্যাড্রেনালাইন জাঙ্কিদের জন্য আদর্শ (যারা গুহায় যেতে, রক ক্লাইম্বিং এবং জলপ্রপাতের নিচে যেতে চায়)।(Most Beautiful Places in UK)
এছাড়াও চ্যালেঞ্জিং মুহূর্ত কাটাতে চাইলে, সেখানে আপনি সবসময় আইকনিক থ্রি পিকস চ্যালেঞ্জ নিতে পারবেন। সেখানে ৩৬ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে, একটি কঠিন পথটি পেন-ই-ঘেন্ট, হেরনসাইড এবং ইঙ্গেলবরোর চূড়াগুলোকে ঘিরে রয়েছে। ডেলস -এ ভ্রমন করার সবচেয়ে আদর্শ উপায় হলো – মোটরসাইকেলে করে ভ্রমণ। এর মাধ্যমে আপনি বার্নসাল এবং মালহামের মনোরম গ্রামগুলো ঘুরে দেখতে পারেন। অথবা পথিমধ্যে ওয়েন্সলেডেল ক্রিমেরিতে কিছু সুস্বাদু পনিরের খাবারও উপভোগ করতে পারেন।
এই অঞ্চলটি শুধুমাত্র দর্শনীয় স্থান এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়। বরং ইতিহাসপ্রেমীদের জন্য এখানে রয়েছে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন। তন্মধ্যে, রয়েছে ১৪ শতকের বোল্টন ক্যাসেল এবং ফাউন্টেন অ্যাবে। এগুলো ইংল্যান্ডের বৃহত্তম ধ্বংসপ্রাপ্ত সিস্টারসিয়ান মঠগুলোর মধ্যে অন্যতম। দিনের বেলায় এতকিছুর সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি, রাতে নিবিড় অন্ধকার আকাশে দেখতে পাবেন স্টারগেজিং। সঠিক সময়ে ভ্রমণে যেতে পারলে, এই স্থানটি আপনাকে পৃথিবীর সেরা মুহূর্তগুলোর অনুভূতি দিতে সক্ষম।
(৩) স্কাই – রুক্ষ সৌন্দর্যের দ্বীপ (Skye)
যুক্তরাজ্যে ভ্রমণ করার জন্য মনোমুগ্ধকর স্থানগুলোর মধ্যে একটি হলো স্কটিশ দ্বীপ ‘স্কাই’ (Skye)। এই দ্বীপের অসংখ্য আইকনিক প্রাকৃতিক আকর্ষণের মধ্যে রয়েছে ঊর্ধ্বমুখী কুইলিন পাহাড় এবং চিত্তাকর্ষক ওল্ড ম্যান অফ স্টোর। যা কিনা বিশ্বের সবচেয়ে আলোকচিত্র ল্যান্ডস্কেপ হিসেবে বিখ্যাত। হাঁটা এবং আরোহণের জন্য স্কাই একটি বিশ্বমানের গন্তব্য। প্রকৃতপক্ষে, যারা বিভিন্ন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকে, তাদের জন্য এখানে রয়েছে বেশ কয়েকটি রাইড।
স্কটিশ দ্বীপ ‘স্কাই’ এর চারপাশে একটি ৮০-কিলোমিটার দীর্ঘ লুপ রয়েছে। এই লুপের রুটটি বেশ কয়েকটি আকর্ষণীয় স্থানের সংযোগস্থল, রুক্ষ স্কাই এবং তার বাইরের অত্যাশ্চর্য দৃশ্যগুলো প্রদর্শন করে। এছাড়াও স্কাই -তে রয়েছে বহু ঐতিহাসিক স্থানের আধিক্য। এখানে ভ্রমণকারীরা ঐতিহাসিক কালের গোষ্ঠী যুদ্ধ, বনি প্রিন্স চার্লি, হাইল্যান্ড ক্লিয়ারেন্স সম্পর্কে জানতে পারে।
যারা বন্যপ্রাণী পছন্দ করে তাদের জন্যও এটি একটি আদর্শ স্থান। এই দ্বীপটি ব্রিটেনের সবচেয়ে বড় শিকারী পাখি, সাদা-টেইলড সী ঈগল দেখার জন্য সেরা জায়গাগুলোর মধ্যে একটি। এছাড়াও সেখানে দেখা যায় দ্বীপের চারপাশে ওটার, সীল, তিমি, ডলফিন এবং আরও চিত্তাকর্ষক প্রাণী। তাই আপনার যুক্তরাজ্য ভ্রমণে অবশ্যই এই স্থানটিকে রাখতে পারেন। (Most beautiful places in the United Kingdom)
(৪) কর্নওয়াল উপকূল (Cornwall)
যুক্তরাজ্যে ভ্রমণের জন্য আপনি যদি কোন সমুদ্র উপকূলীয় অঞ্চলে ঘুরতে যেতে চান, যুক্তরাজ্যের সেরা ১০টি দর্শনীয় স্থান এর মধ্যে কর্নওয়াল উপকূল হলো একটি আদর্শ স্থান। এই উপকূলটি প্রায় ৪৮০ কিলোমিটারেরও বেশি উপকূলরেখা নিয়ে গঠিত। ইংল্যান্ডের রুক্ষ দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত, মনোরম এই কাউন্টিটি বন্য মুরল্যান্ড, মাছ ধরার গ্রাম এবং চোরাকারবারিদের আবাসস্থল।
এই উপকূল অঞ্চলে প্রায় ৩০০ টিরও বেশি সুন্দর সমুদ্র সৈকত রয়েছে। যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো ফিস্ট্রাল, নিউকেয়ে। গ্রীষ্মের মাস গুলোতে এটি একটি ব্যস্ত সার্ফারের স্বর্গে পরিণত হয়। প্রকৃতপক্ষে, ঘূর্ণায়মান আটলান্টিকের স্ফীত এটিকে যুক্তরাজ্যে দেখার সেরা জায়গাগুলির মধ্যে একটি করে তুলেছে।
এই কর্নওয়াল উপকূলটি সমুদ্র সৈকত থেকে দূরে, সেন্ট আইভসের উপকূলীয় শহর টেট সেন্ট আইভস-এ প্রদর্শন করা সহ বিভিন্ন ঐতিহ্যবাহী এবং আধুনিক চিত্রকর্ম এবং ভাস্কর্যের নিদর্শন দেখার জন্য দুর্দান্ত জায়গা। সেখানে থাকা সারিবদ্ধ স্লেট-ছাদযুক্ত জেলেদের কটেজ গুলো সৌন্দর্য এবং শহরের অদ্ভুত কবল রাস্তাগুলো কর্নওয়ালের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে।
বর্তমানে কর্নওয়াল ভ্রমণে নতুন মাত্রা যুক্ত করেছে উত্তরে থাকা প্যাডস্টো-এর আকর্ষণীয় ফিশিং বন্দর। সেখানে সেলিব্রিটি শেফ রিক স্টেইনের জন্য এই অঞ্চলটিকে খাবারের মানচিত্রে স্থান দেওয়া হয়েছে। তার আন্তর্জাতিকভাবে প্রশংসিত সীফুড রেস্তোরাঁর সাম্রাজ্য মিশেলিন-তারকা শেফ পল আইন্সওয়ার্থের কাছ থেকে নতুন ফিশমঙ্গার্স-মিট-সি-ফুড স্পট গুলোর প্রবর্তনের নতুন উদ্যোগের তৈরি করেছে।
(৫) ডেভন (Devon)
ডেভন হলো যুক্তরাজ্যের দক্ষিণ পশ্চিমের একটি সেরা পর্যটন আকর্ষণ। এটি দর্শনীয় উপকূলরেখা, চমৎকার সমুদ্র সৈকত এবং বিশ্ব-বিখ্যাত ডেভনশায়ার ক্রিম চায়ের জন্য বিখ্যাত। এখানে রয়েছে স্যালকম্বের সুন্দর ভূমধ্যসাগরীয় সৈকত এবং লাইম উপসাগরের সুন্দর সাদা ক্লিফ থেকে শুরু করে ডার্টমুর ন্যাশনাল পার্ক এবং যুক্তরাজ্যের বিখ্যাত মরুভূমিগুলোর মধ্যে একটি। প্রকৃতি প্রেমীরা তাদের পছন্দের প্রায় সকল প্রকার প্রাকৃতিক সৌন্দর্যই দেখতে পাবে এখানে।
এখানের উপকূলের বাইরে রয়েছে লুন্ডি দ্বীপ। যেটাকে কেউ কেউ ‘ব্রিটেনের গ্যালাপাগোস’ বলে ডাকে। এখানে সিল, সামুদ্রিক পাখি, পাফিন এবং বাস্কিং হাঙ্গর দেখতে পাওয়া যায়। সেখানে আপনি ক্লাইম্বিং, হোয়াইট ওয়াটার রাফটিং, ঘোড়ায় চড়া এবং আরও বহু বহিরঙ্গন কার্যকলাপের স্বাদ ভোগ করতে পারবেন।
তবে এই সকল বিষয়গুলো ছাড়াও ডেভন এলাকাটি পর্যটন প্রেমীদের কাছে পছন্দের হয়ে ওঠার অন্যতম কারণ এর অনেক ঐতিহাসিক সমুদ্রতীরবর্তী গ্রাম। সেখানে খাবারের ক্ষেত্রে উপভোগ করতে পারবেন ক্রিম চা, মাছ এবং চিপসের একটি ডিনার, বাড়িতে তৈরি আইসক্রিম ইত্যাদি। (UK Beautiful Places)
(৬) কজওয়ে কোস্ট (Causeway Coast)
কজওয়ে কোস্ট কে বর্তমান বিশ্বের অষ্টম আশ্চর্য বলা হয়ে থাকে। এটি নর্দার্ন আয়ারল্যান্ডের উত্তর উপকূলে অবস্থিত। এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি ৪০,০০০ ইন্টারলকিং হেক্সাগোনাল বেসাল্ট শিলাগুলোর আবাসস্থল, যা উপকূলরেখা বরাবর প্রসারিত। এগুলো প্রায় ৬ মিলিয়ন বছর আগে আগ্নেয়গিরির ক্রিয়া দ্বারা গঠিত হয়েছিল, কিন্তু আজ উত্তর আয়ারল্যান্ডের অন্যতম বিখ্যাত পর্যটন আকর্ষণ। দর্শনার্থীরা এখানে এই প্রাকৃতিক বিষয়ের ইতিহাস অন্বেষণ করতে পারে।
বিবাদ, রোম্যান্স, ভূত এবং আরও অনেক কিছুর গল্পের সাথে যুক্তরাজ্যের এই Causeway Coast সমৃদ্ধ ইতিহাসে ঠাসা। ইতিহাস প্রেমে হয়ে থাকলে, আপনি সেখানে আইরিশ ইতিহাসের ডানলুস ক্যাসলের ক্লিফটপ ধ্বংসাবশেষ অবশ্যই দেখতে পারেন। কিন্তু আপনার পছন্দের জিনিস যদি হয় গেম অফ থ্রোনস, তাহলেও সেখানে অত্যাশ্চর্য পটভূমি দেখে আনন্দিত হবেন। কজওয়ে উপকূলে তরল সোনার নমুনা নেওয়ার উপযুক্ত স্থান।
(৭) লেক ডিস্ট্রিক্ট (The Lake District)
পাহাড়ি লেক ডিস্ট্রিক্ট হলো ইংল্যান্ডের সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক। যদি প্রকৃতির মায়ায় নিজেকে হারিয়ে ফেলতে চান, তাহলে যুক্তরাজ্যে দেখার মতো সেরা জায়গা গুলোর মধ্যে একটি হলে এই লেক ডিস্ট্রিক্ট। সেখানে গেলেই আপনি জানতে পারবেন, কেন এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি বছরের পর বছর ধরে অনেক মহান লেখককে অনুপ্রাণিত করেছে। এখানে স্ক্যাফেল পাইকের বাড়ি, ইংল্যান্ডের সর্বোচ্চ পর্বত এবং ওয়েস্টওয়াটার এর গভীরতম হ্রদ দেখতে পাবেন।
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং বিট্রিক্স পটার দুজনেই এই অঞ্চলটিকে বাড়ি বলে অভিহিত করেছেন। এবড়োখেবড়ো মোর, হিমবাহের ফিতা হ্রদ এবং ঘূর্ণায়মান সবুজ উপত্যকা সমন্বিত, এই অঞ্চলটি প্রাকৃতিক বৈচিত্রের আধার। ক্যানোয়িং এবং লেক ক্রুজ থেকে শুরু করে সাইকেল চালানো এবং পর্বতারোহণ ইত্যাদি সকল রোমাঞ্চের জন্যই এটি একটি উপভোগ্য স্থান।
লেক ডিস্ট্রিক্ট -এ পরিবার নিয়ে ভ্রমণের জন্য ব্রোকহোল একটি দর্শনীয় স্থান। সেখানে শিশুরা কায়াকিং করতে, তীরন্দাজ করতে বা মনোমুগ্ধকর উডল্যান্ড ফেরি ট্রেইল উপভোগ করতে পারবে।
সেখানে ভ্রমণে গেলে Grasmere এর মনোরম গ্রামে, বিখ্যাত জিঞ্জারব্রেড খেতে পারবেন, যা কিনা প্রায় ১৬০ বছরের পুরনো ঐতিহাসিক রেসিপি। সেখানে দর্শনার্থীরা সর্বদাই বিশ্ব-বিখ্যাত লেক উইন্ডারমেয়ারের সেরা দৃশ্য উপভোগ করতে পারেন৷ আর সাথে বিভিন্ন ক্যাফে এবং বিশ্রামের স্থান আপনার ভ্রমনকে দ্বিগুণ অর্থপূর্ণ করে তুলবে। (most beautiful places in the UK)
(৮) স্কটিশ হাইল্যান্ডস (The Scottish Highlands)
স্কটিশ হাইল্যান্ডস নিঃসন্দেহে ইউকে -তে দেখার জন্য সবচেয়ে সুন্দর জায়গা গুলোর মধ্যে একটি। এই প্রত্যন্ত অঞ্চলটি অনেক আইকনিক চলচ্চিত্রের পটভূমি হিসেবেও ব্যবহৃত হয়েছে। এটি একটি বিস্তীর্ণ অস্পৃশ্য ল্যান্ডস্কেপ, মনোরম শহর এবং সবুজ প্রকৃতির সমাদৃত অঞ্চল। সিনেমা প্রেমীরা নিঃসন্দেহে তাদের প্রিয় হলিউড তারকাদের পদাঙ্ক অনুসরণ করতে এবং পার্বত্য অঞ্চলের রুক্ষ সৌন্দর্য অন্বেষণ করতে পারবে এই অঞ্চলে।
২০১৯ সালে দেখার মতো বিশ্বের সেরা অঞ্চলগুলোর মধ্যে একটি লোনলি প্ল্যানেট দ্বারা নামকরণ করা হয়েছে স্কটিশ হাইল্যান্ডস কে। Urquhart Castle এর রহস্যময় লোচ বা ধ্বংসাবশেষ থেকে শুরু করে কেয়ারনগর্মে পর্বত বাইক চালানো, অ্যাভিমোরে স্কি করা বা ব্রিটেনের সর্বোচ্চ পর্বত বেন নেভিসে হাইকিং করতে পারবেন এখানে। তবে এই অঞ্চলের সবচেয়ে শান্ত প্রকৃতি উপভোগ করার স্থান হলো এখানের পার্বত্য অঞ্চলে ভ্রমণ। দীর্ঘ গ্রীষ্মের দিনে বা তুষার-ঢাকা শীতকালে, অর্থাৎ যে কোন সময়েই এখানে গেলে প্রকৃতির আশ্চর্যজনক রূপ উপভোগ করতে পারবেন।
(৯) নরফোক (Norfolk)
নরফোক হলো ইংল্যান্ডের পূর্ব উপকূলে অবস্থিত বালুকাময় সমুদ্র সৈকত, সুন্দর জলপথ, শান্ত গ্রাম এবং ব্যস্ত বাজারের শহরের সমাহার। এখানে মানুষের তৈরি ২০০ কিলোমিটার এলাকা জুড়ে ব্রডস এর জলপথ নৌকা, ক্যানো, কায়াক বা এমনকি একটি সাইকেলে ভ্রমণের জন্যও অত্যন্ত উপযুক্ত স্থান। নরফোকের উত্তর উপকূলে চমৎকার সামুদ্রিক খাবার খেতে এবং প্রচুর বন্যপ্রাণী দেখতে পাবেন।
এছাড়াও আপনি ইংল্যান্ডের বৃহত্তম গ্রে সিল কলোনির আবাসস্থল ব্লেকেনি পয়েন্টে নৌকা ভ্রমণ করতে পারেন। নিরাপদ, অগভীর জলের সাথে, হনস্ট্যান্টন হল উইন্ডসার্ফিং, ওয়াটার স্কিইং এবং কাইট-সার্ফিং সহ পারিবারিক আনন্দ উপভোগের জন্য উপযুক্ত স্থান এই নরফোকের সমুদ্র তীরবর্তী অঞ্চল। এখানে আপনি সমুদ্রের তীরে আর্কেড, রোলারকোস্টার, মাছ ও চিপের দোকান এবং ক্লাসিক হট ডোনাট পাবেন, যা বিভিন্ন আবহাওয়ায় ভোগ করার জন্য উপযোগী। (Beautiful places in the UK)
(১০) স্নোডোনিয়া (Snowdonia)
স্নোডোনিয়া ন্যাশনাল পার্ক নিঃসন্দেহে বছরের যে কোনো সময় যুক্তরাজ্যের সেরা জায়গা গুলোর মধ্যে একটি। এর রুক্ষ পাহাড়ের ল্যান্ডস্কেপ, হিমবাহের ল্যান্ডফর্ম এবং ওয়েলসের সর্বোচ্চ পর্বতের বাড়ি সত্যিই মনোমুগ্ধকর। এই সৌন্দর্যের রাজ্যে অন্যতম তারকা হলো মাউন্ট স্নোডন, যা প্রায় ১,০৮৫ মিটার উচ্চতা নিয়ে দাঁড়িয়ে আছে।
যদিও বিভিন্ন রুটে চূড়ায় পৌঁছানো যায়, অনেক ডেট্রিপার আইকনিক ট্রেনে করে শেষে পৌঁছাতে পছন্দ করে। প্রকৃতপক্ষে, স্নোডন মাউন্টেন রেলওয়ে ১৮৯৬ সাল থেকেই দর্শকদের পাহাড়ে চূড়ায় পৌঁছাতে সাহায্য করে যাচ্ছে।
আরও পড়ুন: হিমালয় পর্বতমালা- কিভাবে যাবেন ও ভ্রমন ব্যয়
স্নোডোনিয়া -তে শুধুমাত্র স্নোডনই প্রধান দর্শনীয় স্থান নয়। বরং এখানে আরো অনেক আকর্ষণ রয়েছে। Coed y Brenin Forest Park এর বিশ্বমানের পথ ধরে মাউন্টেন বাইক চালানো থেকে শুরু করে একটি পুরানো ভিক্টোরিয়ান স্লেট খনিতে ২১-মিটার ফ্রি-ফল জাম্প করা পর্যন্ত আরো অনেক কিছুর স্বাদ নিতে পারবেন এখানে।
এই অঞ্চলে ক্যানারফন ক্যাসেল সহ বিশ্ব-বিখ্যাত ঐতিহাসিক স্থান এবং আকর্ষণ রয়েছে। এই আকর্ষণীয় ওয়াটারফ্রন্ট দুর্গটি ১২৮৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৬৯ সালে প্রিন্স অফ ওয়েলস এখানে বিনিয়োগ করে তা আরো প্রাচুর্যময় করে তুলেছেন। ব্রিটিশ দ্বীপপুঞ্জের এই মনোমুগ্ধকর অঞ্চলটি দেখার জন্য প্রতিবছর বহু দর্শনার্থীর আগমন হয় এখানে।
শেষকথা
এই ছিল যুক্তরাজ্যের সেরা ১০টি দর্শনীয় স্থান (Most Beautiful Places in UK) সম্পর্কে বিস্তারিত তথ্য। আপনি যুক্তরাজ্যের ভ্রমণে গেলে অবশ্যই এই স্থানগুলোতে ঘুরে আসতে পারেন। এছাড়াও যুক্তরাজ্যের আরো অন্যান্য আকর্ষণীয় স্থান রয়েছে অনেক।