রোকনটিলা ইকোপার্ক

রোকনটিলা ইকোপার্ক টি (Rukon tila Ecopark) চা এর দেশ হাজারো সৌন্দর্যে ভরপুর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় কর্মধা ইউনিয়নে রাঙ্গিছড়া চা বাগানের পাশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হাজারো ফুল-ফল, ঔষুধী ও পাহাড়ি গাছের সমারোহে ভরা নয়নাভিরাম দৃষ্টিনন্দন এই পার্কটি অবস্থিত। পার্কটি মাটি থেকে প্রায় ৪০ ফুট উঁচু একটি টিলায় গড়ে তোলা হয়েছে। রোকন টিলা পার্কের মালিক মোঃ ছয়ফুল ইসলাম (রোকন মিয়া) অবসর বয়সে মানুষের বিনোদনের জন্য এই সামাজিক পার্কটি প্রতিষ্ঠা করেন।

কি কি করা যাবে রোকনটিলা ইকোপার্কে

রোকন টিলা ইকোপার্কটি মূলত একটি সামাজিক পার্ক। পাহাড় ও প্রকৃতি প্রেমি মানুষের প্রথম পছন্দ এই পার্ক। এখানে সামাজিক সব ধরনের অনুষ্ঠান, যেমন- স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, সরকারি-বেসরকারি অফিস আদালত তথা সমগ্র জনসাধারণের আনন্দ ভ্রমন, শিক্ষা সফর, পারিবারিক যে কোন ছোট বড় অনুষ্ঠান, বনভোজন/পিকনিক, সকল প্রকার সভা সেমিনার, মিটিং ও বিয়ের অনুষ্ঠান, বন্দুদের আড্ডা সহ সব ধরনের অনুষ্ঠান করা যায়। তবে পার্কের ভিতরে অসামাজিক কোন অনুষ্ঠান করা যাবে না।

কিভাবে যাবেন

<yoastmark class=

সারা বাংলাদেশে থেকে কুলাউড়া শহরের যোগাযোগ ব্যবস্থা অত্যান্ত ভালো। আপনি ট্রেন, বাস কিংবা অন্যান্য গাড়িতে করে প্রথমে কুলাউড়া উপজেলা শহরে আসতে হবে। কুলাউড়া শহর থেকে রোকটিলা পার্কের দূরত্ব প্রায় ৭ কি.মি। সেখান থেকে মিনি বাস, সিএনজি, অটো রিক্সা, কিংবা প্রাইভেট গাড়িতে করে রাঙ্গিছড়া বাজার হয়ে রোকনটিলা ইকো পার্কে যেথে পারবেন।

আরও পড়ুন: আজকের ট্রেনের সময়সূচী 

রোকন টিলা ইকোপার্কের প্রবেশ ফি

রোকন টিলা ইকোপার্কে সর্বসাধারনের জন্য প্রবেশ ফি মাত্র ৩০/- টাকা, পাঁচ বছরের নিচে শিশুদের জন্য প্রবেশ ফি নেওয়া হয় না। উল্লেখ্য যে বাংলাদেশ তথা বিশ্বের যে কোন দেশের মাদ্রাসা ছাত্র- ছাত্রী, কোরআনের হাফেজদের জন্য প্রবেশ ফি নির্ধারিত মূল্যের ৫০% নেওয়া হয়।

কোথায় খাবেন 

পার্কে রান্না করে খাবার জন্য কর্তৃপক্ষ দর্শনার্থীদের সুবিদার্থে একটি বিশাল রান্নাঘর নির্মান করেছেন। তাই আপনি চাইলে পার্কে রান্না করে খেতে পারেন। তাছাড়া আপনি খাবার সাথে করে নিয়ে যেথে পারেন। অথবা কুলাউড়া শহরে ভালো মানের কয়েকটি খাবার হোটেল রয়েছে আপনি সেখানে খেতে পারেন। পাশাপাশি রবিরবাজারেও ভালো মানের কয়েকটি হোটেল রয়েছে আপনি সেখানেও খেতে পারেন।

উপেজেলা শহরের কয়েকটি ভালো খাবার হোটেল হলো-

  • ছামী ইয়ামী চাইনিজ রেস্টুরেন্ট – +880 1728-190198
  • পাকশি রেস্টুরেন্ট-
  • ইস্টান রেস্টুরেন্ট
  • ফুড ল্যাব ক্যাফে এন্ড রেস্টুরেন্ট – +880 1831-363705
  • হাকালুকি রেস্টুরেন্ট

আপনি চাইলে এই রেস্টুরেন্টগুলোতে সুলভ মূল্যে ভালো মানের খাবার খেতে পারেন।

অথবা ,পার্কের কর্তৃপক্ষের নিকট অর্ডার করলে তারা আপনার খাবারের ব্যবস্থা গ্রহন করবে।

আরও পড়ুন: ভোলাগঞ্জ সাদা পাথর যাবার উপায়- ভ্রমন টিপস্

পার্কে আপনাকে কিছু নিয়মাবলি মানতে হবে

  • পার্কের ফুল ও ফল ছেড়া ও পাড়া যাবে না।
  • পার্কে কোন অসামাজিক কার্যকলাপ করা যাবে না।
  • পার্কের পরিবেশ নষ্ট হয় এমন কাজ করা যাবে না।
  • পার্কে অন্য দর্শনার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরন করা যাবে না।

রোকনটিলা ইকোপার্ক যোগাযোগ ব্যবস্থা

রোকন টিলা ইকোপার্কটি মূলত একটি সামাজিক পার্ক।
Rukontila Park

কুলাউড়া উপজেলার অন্যান্য আকর্ষনীয় স্থান

মানুষের চিত্ত বিনোদনের জন্য পালেরমোড়া, হাকালুকি হাওর, কালো পাহাড়সহ অনেক দর্শনীয় স্থান রয়েছে তাই পর্যটকদের প্রথম আকর্ষণ কুলাউড়া উপজেলার দর্শনীয় স্থানগুলো।

শেষকথা

আপনার পরিবার কিংবা বন্ধুদের সাথে সময় দেওয়ার জন্য আকর্ষনীয় কোন স্থান খুঁজে থাকেন, তাহলে রোকনটিলা ইকোপার্কটি বেছে নিতে পারেন। রোকন টিলা ইকো পার্কে আপনি অনন্দের সহিত কিছু সময় কাটাতে পারবেন।