বাংলাদেশ হল দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন ভৌম রাষ্ট্র। প্রায় ১৭ কোটিরও বেশি মানুষের এই দেশটি জনসংখ্যার দিক থেকে পৃথিবীর ৮ম বৃহত্তম দেশ। কিন্তু বর্তমানে বাংলাদেশের আয়তন কত, তার সঠিক তথ্য জানা নেই অনেকেরই।
আয়তনের দিক থেকে বাংলাদেশ ততটাও বড় নয়। বিশ্বের বৃহত্তম দেশগুলোর তালিকায় আয়তনের দিক থেকে বাংলাদেশ ৯২ তম। দেশের বিভিন্ন শ্রেণীর পাঠ্যবইয়ে আমরা জেনেছি বাংলাদেশের মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। তবে সেই পরিসংখ্যানের পর বাংলাদেশ অর্জন করেছে ছিটমহল, সমুদ্র এলাকা ও বনভূমির কিছু অংশ। ফলে আয়তন বৃদ্ধি পেয়েছে সমগ্র দেশের। তাই বর্তমানে বাংলাদেশের আয়তন কত, তার সঠিক তথ্য জেনে নিন এখানে।
বাংলাদেশের আয়তন কত?
বাংলাদেশের আয়তন নিয়ে বর্তমানে বিভিন্ন মতভেদ রয়েছে। তবে উইকিপিডিয়ার সর্বশেষ আপডেট অনুসারে, এবং সবচেয়ে বিশ্বস্ত তথ্যমতে বর্তমানে বাংলাদেশের আয়তন ১,৪৮,৪৬০ বর্গ কিলোমিটার। বর্গমাইলে প্রকাশ করলে, বাংলাদেশের আয়তন ৫৭,৩২০ বর্গমাইল।
এছাড়াও আরো কিছু তথ্যের ভিত্তিতে বাংলাদেশের বর্তমান আয়তনের একটি তালিকা নিচে তুলে ধরা হলো:
- সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্টবুক ২০২১ অনুসারে, বাংলাদেশের মোট ভূখণ্ড ১ লক্ষ ৪৮ হাজার ৪৬০ বর্গ কিলোমিটার।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২০ অনুসারে, মোট আয়তন ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ কিলোমিটার।
- বাংলাদেশের স্থল সীমান্তরেখার দৈর্ঘ্য ৪,৪২৭ কিলোমিটার, তন্মধ্যে প্রায় ৯৪% ভারতের সাথে এবং প্রায় ৬% মিয়ানমারের সাথে মিলিত।
- বাংলাদেশের সমুদ্র তটরেখার দৈর্ঘ্য ৫৮০ কিলোমিটার।
- আরেক তথ্যমতে, বাংলাদেশের মোট সীমানা ৫,১৩৮ কিলোমিটার। তন্মধ্যে, ৭১১ কিলোমিটার জলসীমা।
- বাংলাদেশের ভূখণ্ডগত সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল বা প্রায় ২২.২২ কিমি।
- অন্যদিকে, বাংলাদেশের অর্থনৈতিক/ বাণিজ্যিক সমুদ্রসীমা উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল বা প্রায় ৩৭০.৪০ কিমি।
বর্তমানে বাংলাদেশের মোট আয়তন ক্রমবর্ধমান ভাবে দেশের চারিদিকে কমবেশি বৃদ্ধি পেয়েছে। তাই বলেই ১৯৭১ সালে যেটি ৫৬ হাজার বর্গমাইল এর একটি দেশ ছিল বর্তমানে তা পরিসংখ্যান অনুসারে ৫৭,৩২০ বর্গমাইল।
বাংলাদেশের আয়তন কত বর্গমাইল?
সাধারণত পৃথিবীর দেশের আয়তনকেই বর্গমাইল বা বর্গ কিলোমিটারে প্রকাশ করা হয়ে থাকে। সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্টবুক ২০২১ (CIA World Factbook – 2021) অনুসারে, বর্গমাইলে বাংলাদেশের মোট আয়তন ৫৭,৩২০ বর্গমাইল।
বর্তমানে বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার?
বর্তমানে বাংলাদেশের ভূখণ্ডের মোট আয়তন ১ লক্ষ ৪৮ হাজার ৪৬০ বর্গ কিলোমিটার। সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্টবুক ২০২১ -এ বাংলাদেশের মোট এরিয়া সম্পর্কে এই তথ্যটি প্রকাশ করা হয়েছে। তবে ২০২০ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্য অনুসারে বাংলাদেশের মোট আয়তন ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ কিলোমিটার।
১৯৭১ সালে বাংলাদেশের আয়তন কত ছিল?
বর্তমানে আমরা বাংলাদেশের সঠিক আয়তনটি জানতে পারলাম। কিন্তু ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার সময় দেশের মোট আয়তন কত ছিল, তা অনেকেরই জানা নেই। মূলত বর্তমান বাংলাদেশের এই সীমান্ত রেখা ১৯৪৭ সালেই নির্ধারিত হয়েছিল। তখন ইংরেজ শাসনামলের শেষে ভারত বিভাগের সময় র্যাডক্লিফ লাইন দ্বারা বাংলাদেশের সীমান্তরেখা চিহ্নিত করা হয়েছিল। বিশ্বস্ত তথ্যমতে, তখনই বাংলাদেশের মোট আয়তন ছিল ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ কিলোমিটার। এই ধারণা আরও স্পষ্ট হয়ে ওঠে ‘ছাপ্পান্ন হাজার বর্গমাইল’ নামক প্রবন্ধের বিশ্লেষণ থেকে।
তবে শুধুমাত্র দেশের মোট আয়তনে তখন নির্ধারণ করা হয়নি। বরং স্বাধীনতার পর ১৯৭৪ সালের ১৬ মে, তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে বাংলাদেশের জননেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- নয়াদিল্লীতে স্বাধীন বাংলাদেশের স্থলসীমা চুক্তি করেছিলেন। সেই চুক্তির নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের মানচিত্র চূড়ান্ত করা হয়েছিল। তখন ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত রেখা ছিল প্রায় ৪,১৫৬ কিলোমিটার। এবং ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা মোট ৩০ টি, যা ভারতের পাঁচটি রাজ্যের সাথে সীমান্ত রেখায় মিলিত।
অন্যদিকে, বাংলাদেশের আরো একটি সীমান্তবর্তী দেশ মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য ছিল ২৭১ কিলোমিটার। যা মিয়ানমারের রাখাইন প্রদেশ ও চীন প্রদেশের সাথে বাংলাদেশের রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারের সামান্য করেছে।
নদী ও বনাঞ্চল বাদে বাংলাদেশের আয়তন কত?
আমরা জানি যে, বাংলাদেশের মোট আয়তন ১,৪৮,৪৬০ বর্গ কিলোমিটার। কিন্তু দেশের মোট আয়তনের মধ্যে বহু নদী প্রবাহিত হয়েছে, বিভিন্ন স্থানে রয়েছে বনাঞ্চল। সমগ্র বাংলাদেশ জুড়ে প্রায় ৫৭টি আন্তর্জাতিক নদী প্রবাহিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের বনাঞ্চলের পাশাপাশি রয়েছে প্রায় ৬,০০০ বর্গ কিলোমিটারের বিশাল সুন্দরবনও। সামগ্রিকভাবে এ সকল নদী ও বনাঞ্চল ছাড়া দেশের মূল ভূখণ্ডের আয়তন ১,১৬,৫০৮ বর্গ কিলোমিটার।
বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান
বিশ্ব মানচিত্রে আয়তনের দিক থেকে ৯২ তম দেশ বাংলাদেশ। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি মাঝারি পরিসরের রাষ্ট্র। বাংলাদেশের সীমান্ত ঘিরে রয়েছে ভারত ও মায়ানমার। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য বিশ্বের ৫ম দীর্ঘ স্থল সীমা। বিশ্ব মানচিত্রের দিকে লক্ষ্য করে দেখা যায় বাংলাদেশের পশ্চিমে এবং উত্তরে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ।
বাংলাদেশের উত্তর দিকে ভারতের পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম ও মেঘালয় সীমান্ত রয়েছে। মধ্যম আকৃতির এই দেশটির পূর্ব সীমান্ত রয়েছে ভারতের আসাম, ত্রিপুরা ও মিজোরাম। অন্যদিকে, দক্ষিণ-পূর্ব সীমান্তে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের চীন ও রাখাইন রাজ্যের অবস্থান। পাশাপাশি দেশটির দক্ষিণাঞ্চলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঘিরে রয়েছে উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগর।
আমাদের এই দেশটিতেই রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন এবং দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত। দেশটির সৌন্দর্যে নতুন মাত্র আনতে বাংলাদেশের উত্তর-পূর্বে ও দক্ষিণ-পূর্বে ছেয়ে আছে টারশিয়ারি যুগের পাহাড়। সামগ্রিকভাবে বিবেচনা করলে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের সিংহভাগ অঞ্চল জুড়ে বাংলাদেশ ভূখণ্ড অবস্থিত।
কারণ, দক্ষিণ এশিয়ার দীর্ঘতম ২টি নদী গঙ্গা ও ব্রহ্মপুত্র যেই স্থানে বঙ্গোপসাগরে মিশেছে সেখানেই কালের গড়ে ওঠে পৃথিবীর বৃহত্তম এই ব-দ্বীপ। এই গঙ্গা-ব্রহ্মপুত্র মোহনা অঞ্চলে প্রায় ৩০০০ বছর বা তারও আগে থেকে যে জনগোষ্ঠীর বসবাস, তা-ই ইতিহাসের নানা বাধা পেরিয়ে এসে দাঁড়িয়েছে বর্তমানের বিশ্ব মানচিত্রের স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ রূপে।
বাংলাদেশের ভৌগলিক অবস্থান
আমাদের বাংলাদেশ ভৌগোলিকভাবে ২০°৩৪´ থেকে ২৬°৩৮´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১´ থেকে ৯২°৪১´ দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশের উত্তর-উত্তরপশ্চিম থেকে দক্ষিণ-দক্ষিণপূর্ব প্রান্ত পর্যন্ত সর্বোচ্চ বিস্তৃতি ৭৬০ কিলোমিটার। এবং বাংলাদেশের পূর্ব-পশ্চিমে সর্বোচ্চ বিস্তৃতি ৪৪০ কিলোমিটার।
বাংলাদেশের উচ্চতম স্থান অবস্থিত রয়েছে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে। সেখানে পার্বত্য চট্টগ্রামের মোদক মুয়াল দেশের সবচেয়ে উচ্চতম স্থান। সমুদ্রতল থেকে এটির উচ্চতা ১,০৫২ মিটার বা প্রায় ৩,৪৫১ ফুট। অন্যদিকে, দেশের সর্বোচ্চ শৃঙ্গ রাঙ্গামাটি জেলার সাইচল পর্বতসারির অন্তর্ভুক্ত। এটিকে ‘বিজয়’ বা ‘তাজিং ডং’ বলা হয়। সমুদ্রতল থেকে এর উচ্চতা প্রায় ১,২৮০ মিটার।
বাংলাদেশের প্রশাসনিক এলাকার বিস্তৃতি
দেশের প্রশাসনিক এলাকা বলতে বাংলাদেশের অভ্যন্তরে প্রশাসনিকভাবে এলাকাবভিত্তিক যেই বিভাজন হয়েছে, তা-ই বুঝানো হয়। সমগ্র বাংলাদেশ ৮টি প্রশাসনিক বিভাগে বিভক্ত। যথা: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ। প্রতিটি বিভাগেই কয়েকটি করে যারা রয়েছে এবং দেশের ৮টি বিভাগের সর্বমোট ৬৪টি জেলা রয়েছে।
প্রতিটি জেলায় রয়েছে বেশ কয়েকটি উপজেলা। সারা বাংলাদেশ জুড়ে ৪৯৫ টি উপজেলা রয়েছে। এক একটি উপজেলাকে কয়েকটি করে ইউনিয়নে বিভক্ত করা হয়েছে। দেশের মোট ইউনিয়নের সংখ্যা ৪,৫৫৪টি। প্রতিটি ইউনিয়নে কয়েকটি মৌজা রয়েছে। সারা বাংলাদেশে মোট মৌজার সংখ্যা ৫৯,৯৯০টি। মূলত ১/২/৩ টি গ্রাম নিয়ে একটি মৌজা গঠিত হয়। সমগ্র বাংলাদেশ জুড়ে রয়েছে ৮৭,৩১৯টি গ্রাম।
এছাড়াও বাংলাদেশের শহরাঞ্চলে সর্বমোট ১২ টি সিটি কর্পোরেশন এবং ৩৩০ টি পৌরসভা রয়েছে।
সমুদ্র বিজয় ও বাংলাদেশের আয়তন
বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ বঙ্গোপসাগর নিয়ে ভারত ও মিয়ানমারের সাথে দীর্ঘদিন যাবত মামলা-মোকদ্দমা চলছিল। ভূখণ্ড গত ভাবে বাংলাদেশ বঙ্গোপসাগরের অধিকাংশ অংশের স্বত্বাধিকার হলেও পূর্ণ সুবিধা ভোগ করতে পারছিল না। ২০০৯ সালে ভারত ও মিয়ানমারের বিপক্ষে বাংলাদেশের এ সম্পর্কিত মামলা দায়ের হয় নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে।
জেনে নিন : বাংলাদেশের মানচিত্র ও ম্যাপ – Bangladesh map
সেখানে বাংলাদেশ প্রায় ২০০ নটিক্যাল মাইল সমুদ্র অঞ্চল বিজয় করে। এর ফলে বাংলাদেশের মোট সামুদ্রিক এলাকার আয়তন হয় প্রায় ১,১১,০০০ বর্গ কিলোমিটার। এই অর্জনের পর বাংলাদেশের মোট আয়তন প্রায় দ্বিগুণ হয়ে যায়।
ছিটমহল ও বাংলাদেশের আয়তন
ছিটমহল এলাকা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমস্যা বিদ্যমান ছিল। সিট মহল সমস্যা সমাধানের ফলে বাংলাদেশ প্রায় ১৭,১৬০.৬৩ একর ভূমি অর্জন করে। বাংলাদেশ ও ভারতের প্রায় ২০০ টি ছিটমহল ছিল। ভারত বাংলাদেশের সাথে এই ছিটমহল বিনিময় করায় দেশের মোট আয়তন বৃদ্ধি পেয়েছে।
শেষকথা
একটি সমগ্র দেশের মোট আয়তন ১০০% সঠিকভাবে নির্ণয় করা দুষ্কর। তাই সবকিছু ছাপিয়ে বর্তমানে বাংলাদেশের আয়তন কত, তা এখন রহস্য। তবে উপরোক্ত তথ্যগুলো সর্বশেষ পরিসংখ্যানের তথ্য অনুসারে দেওয়া।