বিশ্বের জনপ্রিয় খেলা আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ভারতের মাটিতে ১৩ তম আসর শুরু হতে যাচ্ছে। এবারের বিশ্বকাপ আসরে বাংলাদেশসহ মোট ১০টি দল অংশগ্রহণ করবে। ২০২৩ বিশ্বকাপ ক্রিকেট এর সময়সূচী, কিক্রেট খেলার সময়সূচী, অংশগ্রহনকারী দল, বাংলাদেশ এর খেলার তারিখ ও সময়, কোন দলে কে কে খেলছেন, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩। World Cup Cricket-2023
এবারের ক্রিকেট বিশ্বকাপ আসরটি ১৩ তম আসর। এ আসরের আয়োজক দেশ হলো ভারত। উক্ত আসরেই প্রথম ভারত শুধুমাত্র তাদের নিজের দেশে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। যার আগে ১৯৮৭, ১৯৯৬ ও ২০১১ সালে ভারত অন্য দেশগুলোর সাথে যৌথভাবে কো-হোস্ট হিসেবে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছিলো।
২০২৩ বিশ্বকাপে অংশগ্রহনকারী দলসমূহ
২০২৩ বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহনকারী দল মোট ১০টি: ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ভারত, নেদারল্যান্ডস, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
২০২৩ বিশ্বকাপ ক্রিকেট এর সময়সূচী
তারিখ | বাংলাদেশ সময় | দেশের নাম | ভ্যানু |
৫ অক্টোবর |
দুপুর ২ঃ৩০ | ইংল্যান্ড vs নিউজিল্যান্ড | আহমেদাবাদ |
৬ অক্টোবর | দুপুর ২ঃ৩০ |
পাকিস্তান vs নেদারল্যান্ডস |
হায়দরাবাদ |
৭ অক্টোবর | সকাল ১১ টা | বাংলাদেশ vs আফগানিস্তান | ধর্মশালা |
৭অক্টোবর | দুপুর ২ঃ৩০ | দক্ষিণ আফ্রিকা vs শ্রীলঙ্কা |
দিল্লি |
৮অক্টোবর | দুপুর ২ঃ৩০ | ভারত vs অস্ট্রেলিয়া |
চেন্নাই |
৯ অক্টোবর | দুপুর ২ঃ৩০ |
নিউজিল্যান্ড vs নেদারল্যান্ডস | হায়দরাবাদ |
১০ অক্টোবর |
সকাল ১১ টা |
ইংল্যান্ড vs বাংলাদেশ |
ধর্মশালা |
১০ অক্টোবর | দুপুর ২ঃ৩০ | পাকিস্তান vs শ্রীলঙ্কা | দিল্লি |
১১ অক্টোবর | দুপুর ২ঃ৩০ |
ভারত vs আফগানিস্তান |
হায়দরাবাদ |
১২ অক্টোবর |
দুপুর ২ঃ৩০ | অস্ট্রেলিয়া vs দক্ষিণ আফ্রিকা | লখনৌ |
১৩ অক্টোবর | দুপুর ২ঃ৩০ |
নিউজিল্যান্ড vs বাংলাদেশ |
দিল্লি |
১৪ অক্টোবর | দুপুর ২ঃ৩০ | ভারত vs পাকিস্তান | চেন্নাই |
১৫ অক্টোবর |
দুপুর ২ঃ৩০ |
ইংল্যান্ড vs আফগানিস্তান |
আহমেদাবাদ |
১৬ অক্টোবর | দুপুর ২ঃ৩০ | অস্ট্রেলিয়া vs শ্রীলঙ্কা | লখনৌ |
১৭ অক্টোবর |
দুপুর ২ঃ৩০ |
দক্ষিণ আফ্রিকা vs নেদারল্যান্ডস |
ধর্মশালা |
১৮ অক্টোবর | দুপুর ২ঃ৩০ | নিউজিল্যান্ড vs আফগানিস্তান |
চেন্নাই |
১৯ অক্টোবর |
দুপুর ২ঃ৩০ |
ভারত vs বাংলাদেশ | পুনে |
২০ অক্টোবর | দুপুর ২ঃ৩০ | অস্ট্রেলিয়া vs পাকিস্তান |
বেঙ্গালোর |
২১ অক্টোবর |
সকাল ১১ টা |
নেদারল্যান্ডস vs শ্রীলঙ্কা | মুম্বাই |
২১ অক্টোবর | দুপুর ২ঃ৩০ | ইংল্যান্ড vs দক্ষিণ আফ্রিকা |
লখনৌ |
২২ অক্টোবর |
দুপুর ২ঃ৩০ |
ভারত vs নিউজিল্যান্ড | ধর্মশালা |
২৩ অক্টোবর | দুপুর ২ঃ৩০ | পাকিস্তান vs আফগানিস্তান |
চেন্নাই |
২৪ অক্টোবর |
দুপুর ২ঃ৩০ |
দক্ষিণ আফ্রিকা vs বাংলাদেশ | মুম্বাই |
২৫ অক্টোবর | দুপুর ২ঃ৩০ | অস্ট্রেলিয়া vs নেদারল্যান্ডস | দিল্লি |
২৬ অক্টোবর |
দুপুর ২ঃ৩০ |
ইংল্যান্ড vs শ্রীলঙ্কা |
বেঙ্গালোর |
২৭ অক্টোবর | দুপুর ২ঃ৩০ | পাকিস্তান vs দক্ষিণ আফ্রিকা | চেন্নাই |
২৮ অক্টোবর |
সকাল ১১ টা |
অস্ট্রেলিয়া vs নিউজিল্যান্ড | কলকাতা |
২৮ অক্টোবর | দুপুর ২ঃ৩০ | নেদারল্যান্ডস vs বাংলাদেশ | ধর্মশালা |
২৯ অক্টোবর |
দুপুর ২ঃ৩০ |
ভারত vs ইংল্যান্ড | লখনৌ |
৩০ অক্টোবর | দুপুর ২ঃ৩০ | আফগানিস্তান vs শ্রীলঙ্কা | পুনে |
৩১ অক্টোবর |
দুপুর ২ঃ৩০ |
পাকিস্তান vs বাংলাদেশ | কলকাতা |
১ নভেম্বর |
দুপুর ২ঃ৩০ |
নিউজিল্যান্ড vs দক্ষিণ আফ্রিকা | পুনে |
২ নভেম্বর |
দুপুর ২ঃ৩০ |
ভারত vs শ্রীলঙ্কা | মুম্বাই |
৩ নভেম্বর |
দুপুর ২ঃ৩০ |
আফগানিস্তান vs নেদারল্যান্ডস | লখনৌ |
৪ নভেম্বর |
সকাল ১১ টা |
নিউজিল্যান্ড vs পাকিস্তান | আহমেদাবাদ |
৪ নভেম্বর |
দুপুর ২ঃ৩০ |
ইংল্যান্ড vs অস্ট্রেলিয়া | বেঙ্গালোর |
৫ নভেম্বর |
দুপুর ২ঃ৩০ |
ভারত vs দক্ষিণ আফ্রিকা | কলকাতা |
৬ নভেম্বর |
দুপুর ২ঃ৩০ |
বাংলাদেশ vs শ্রীলঙ্কা | দিল্লি |
৭ নভেম্বর |
দুপুর ২ঃ৩০ |
অস্ট্রেলিয়া vs আফগানিস্তান | মুম্বাই |
৮ নভেম্বর |
দুপুর ২ঃ৩০ |
ইংল্যান্ড vs নেদারল্যান্ডস | পুনে |
৯ নভেম্বর |
দুপুর ২ঃ৩০ |
নিউজিল্যান্ড vs শ্রীলঙ্কা | বেঙ্গালোর |
১০ নভেম্বর |
দুপুর ২ঃ৩০ |
দক্ষিণ আফ্রিকা vs আফগানিস্তান | আহমেদাবাদ |
১১ নভেম্বর |
সকাল ১১ টা |
ভারত vs নেদারল্যান্ডস | বেঙ্গালোর |
১২ নভেম্বর |
সকাল ১১ টা |
ইংল্যান্ড vs পাকিস্তান | কলকাতা |
১২ নভেম্বর |
দুপুর ২ঃ৩০ |
বাংলাদেশ vs অস্ট্রেলিয়া | পুনে |
সেমিফাইনাল
তারিখ | বাংলাদেশ সময় | দেশের নাম | ভ্যানু |
১৫ নভেম্বর | দুপুর ২ঃ৩০ | সেমিফাইনাল ১ | মুম্বাই |
১৬ নভেম্বর | দুপুর ২ঃ৩০ | সেমিফাইনাল ২ | কলকাতা |
ফাইনাল
তারিখ | বাংলাদেশ সময় | দেশের নাম | ভ্যানু |
১৯ নভেম্বর | দুপুর ২ঃ৩০ | ফাইনাল | আহমেদাবাদ |
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ সময়সূচী ছবি আকারে
২০২৩ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলার সময়সূচী
আপনি যদি শুধুমাত্র বাংলাদেশ দলের ২৩ বিশ্বকাপ ক্রিকেট এর সময়সূচী জানতে চান, তাহলে নিচে বাংলাদেশ টিমের খেলার সময়সূচী তুলে ধরা হলো-
তারিখ | বাংলাদেশ সময় | দেশের নাম | ভ্যানু |
৭ অক্টোবর | সকাল ১১ টা | বাংলাদেশ vs আফগানিস্তান | ধর্মশালা |
১৩ অক্টোবর | দুপুর ২ঃ৩০ | নিউজিল্যান্ড vs বাংলাদেশ | চেন্নাই |
১৯ অক্টোবর | দুপুর ২ঃ৩০ | ভারত vs বাংলাদেশ | পুনে |
২৪ অক্টোবর | দুপুর ২ঃ৩০ | দক্ষিণ আফ্রিকা vs বাংলাদেশ | মুম্বাই |
২৮ অক্টোবর | দুপুর ২ঃ৩০ | নেদারল্যান্ডস vs বাংলাদেশ | কলকাতা |
৩১ অক্টোবর | দুপুর ২ঃ৩০ | পাকিস্তান vs বাংলাদেশ | কলকাতা |
৬ নভেম্বর | দুপুর ২ঃ৩০ | বাংলাদেশ vs শ্রীলঙ্কা | দিল্লি |
১২ নভেম্বর | সকাল ১১ টা | বাংলাদেশ vs অস্ট্রেলিয়া | পুনে |
২০২৩ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
২০২৩ বিশ্বকাপে ভারতের খেলার সময়সূচি
- ভারত বনাম অস্ট্রেলিয়া, ৮ অক্টোবর, চেন্নাই
- ভারত বনাম আফগানিস্তান, ১১ অক্টোবর, দিল্লি
- ভারত বনাম পাকিস্তান, ১৫ অক্টোবর, আহমেদাবাদ
- ভারত বনাম বাংলাদেশ, ১৯ অক্টোবর, পুনে
- ভারত বনাম নিউজিল্যান্ড, ২২ অক্টোবর, ধর্মশালা
- ভারত বনাম ইংল্যান্ড, ২৯ অক্টোবর, লখনৌ
- ভারত বনাম কোয়ালিফায়ার, ২ নভেম্বর, মুম্বাই
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর, কলকাতা
- ভারত বনাম কোয়ালিফায়ার, ১১ নভেম্বর, বেঙ্গালুরুে
আরও পড়ুন
আজকের খেলার সময়সূচী ও টিভিতে আজকের খেলা
শেষকথা
এভারের ক্রিকেট বিশ্বকাপ ভারতের ১০ টি শহরে ৫ অক্টোবর থেকে শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে। ৪৬ দিনের বিশ্বকাপে মোট খেলা আছে ৪৮ টি। ২০২৩ বিশ্বকাপ ক্রিকেট এর সময়সূচী থেকে আপনি বিশ্বকাপ খেলার যাবতীয় খেলার দিন তারিখ পেয়ে যাবেন।